রবিবার, মে ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

না ফেরার দেশে কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন

মারা গেছেন সাতক্ষীরার কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌরসভার ২নং তুলশীডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত নানা রোগ জটিলতায় ভুগছিলেন তিনি। প্যারালাইজড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।

তিনি স্ত্রী সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য রোকেয়া মোসলেম, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৯ নম্বর সেক্টরে যুদ্ধকালীন কমান্ডারের দায়িত্ব পালন করেন। তখন থেকে তিনি মোসলেম কমান্ডার নামে পরিচিত ছিলেন।
এছাড়া তিনি দীর্ঘ কয়েক বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকও।
২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন মোসলেম উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারও ছিলেন তিনি।
কলারোয়া আলিয়া মাদ্রাসার সভাপতি সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন মোসলেম উদ্দিন।
তিনি ছিলেন দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের শ্রদ্ধা সম্মানীয় ও প্রিয় ব্যক্তিত্ব।

তার মেয়ে কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না উপজেলা মহিলা লীগের আহবায়ক এবং ছেলে বদরুজ্জামান বিপ্লব কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বিপ্লব হোসেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ নেতা।
মোসলেম উদ্দিনের জামাতা ফিরোজ আহম্মেদ স্বপন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এদিকে, কমান্ডার মোসলেম উদ্দিনের মৃত্যুর খবরে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো দেখতে বীর মুক্তিযোদ্ধা, অগণিত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সবস্তরের মানুষ তার বাড়িতে ছুটে যান।

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বিচারিক কার্যক্রমে অত্যন্ত অসুস্থাবস্থায়ও স্বাক্ষ দেন ওই মামলার বাদী প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি বিচার সম্পন্ন হয়। এতে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্যসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছিলেন বাদী মোসলেম উদ্দিন।

রবিবার বিকেলে আছরের নামাজের পর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রচান্ড তাপদাহে তাল শাঁসের কদর বেড়েছে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় এই গরমে তালের শাঁসের কদর বেড়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের সুস্থতা কামনা

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, চ্যানেল আই এরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের বিশাল শোভাযাত্রা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা
  • কলারোয়ায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে দিনব্যাপি প্রশিক্ষণ
  • কলারোয়ায় সাহিত্য পরিষদের সভায় নব গঠিত কমিটি গঠন
  • কলারোয়ায় আনারস প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ
  • চন্দনপুর ইউনাইটেড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা
  • বছরের পর বছর অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী চাকুরীচ্যুত
  • কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের সভাপতি হলেন শরিফুল ইসলাম
  • কলারোয়ায় কদর বেড়েছে দুলালের দইয়ের
  • কলারোয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
  • ঢা.বি’তে কলারোয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘সোনাই’র নয়া কমিটি