সাতক্ষীরা শহরের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ায় প্রতিবাদ সভা
সাতক্ষীরা শহরের বদ্দীপুর এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ায় এবং ত্রাণ দেওয়া নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দীপুর মোড়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসীরা এ সময় ঝাটা ও জুতা নিয়ে জলামগ্ন বদ্দীপুরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল করেন এবং জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বদ্দীপুর জনকল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মনু, রবিউল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বদ্দীপুর এলাকার বছরের প্রায় ৬ মাস পানিতে তলিয়ে থাকে। প্রতিবারই ভোটের আগ মুহুর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচিত হলে পানি নিস্কাসনসহ বদ্দীপুর বাসীর উন্নয়নে কোন কাজ করেননা। প্রতি বছরই তাদের পানিতে ডুবতে হয়। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের অবগত করলে তারা পরিদর্শনেই সীমাবন্ধ রাখেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
তারা বলেন, গত কয়েকদিন আগে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সংশ্লিষ্ট কাউন্সিলর সেলিমসহ পৌর কর্তৃপক্ষ বদ্দীপুর এলাকা পরিদর্শনে আসেন। সেসময় তারা মানুষের চলাচলের সুবিধার্থে দুটি ট্রলি বরাদ্দ দেন। যাতে স্থানীয়রা ফ্রি যাতায়াত করতে পারবেন। অথচ এই ট্রলি দুটি সকালে একবার আসে এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। জলাবদ্ধ মানুষকে ১০ টাকা হারে ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া এখানে দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ এখনও পর্যন্ত কোন খাদ্য সহযোগিতা পাননি।
দ্রুত পানি নিস্কাশনে পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা বলে ঘোষণা দেন তারা।
বক্তারা এ সময় বলেন, তারা কোন ত্রাণ চান না, কোন সহযোগিতা চাননা। তারা চান, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদপেক্ষ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)