মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে শক্তিহীন ১৮ ব্যক্তির পথচলার ব্যবস্থা করে দিলো সুশীলন

বিশেষ প্রতিনিধি: পথ চলার দিশা ছিল না। থাকবে কী করে। যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সে সংসারে পা হারা পঙ্গু মানুষের পথ চলার ব্যাবস্থা থাকবে এ ভাবাও যে কঠিন। এসব কথা বলতে বলতে চোখের পানি মুছতে থাকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ছোট্ট কিশোর মেহেদী হাসান। মেহেদী হাসান সুশীলনের দেয়া হুইল চেয়ার নিয়ে আবেগে কেঁদে দেয়।

কিশোর মেহেদী হাসান জানায়, তার খুব বাইরে যেতে ইচ্ছে করতো মুক্ত আকাশ দেখতে ইচ্ছে করতো। কিন্তু সে সুযোগ পেতো না। সে জানায় ‘কেউ না বললেও আমি বুঝতে পারতাম আমি বোঝা হয়ে উঠছি। প্রচন্ড ব্যস্ততার এই সময়ে কে কাকে সময় দেবে! সেখানে আমারও কোন অবলম্বন ছিল না। আজ এই হুইল চেয়ার আমাকে মুক্ত আকাশ দেখার সুযোগ করে দিয়েছে। আমি এখন বাইরে যেতে পারবো। চাইলে কাছে দুরে ঘুরতে পারবো।’
সুশীলনের অনগ্রসর এসব বঞ্চিত মানুষের জন্য হুইল চেয়ার উপহার দেয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কথা সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

কালিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের আয়োজনে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের সুশীলন অফিসে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বেনাদানা গ্রামের সুশীলনের অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী জনগোষ্ঠির দক্ষতা বৃদ্ধি করে জীবনযাত্রায় সহযোগীতা করা প্রকল্পের আওতায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের মোট ৩৩ টি অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এরমধ্যে ১৮ জনকে হুইল চেয়ার, ৪ জনকে ব্যবসার মালামাল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী। বিশেষ অতিথি ছিলেন দেশ টেলিভিশন ও বিডি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, সুশীলনের উপ-পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।

অনুষ্ঠানে বক্তারা বলেন সব মানুষের মতো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। আজ আমরা যারা ভালো আছি তাদেরকে সমাজে প্রতিবন্ধি জনগোষ্টীকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। সুশীলনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং উত্তরোত্তর আরো এমন ভালো কাজের উদ্যোগ গ্রহন করার জন্য আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, এ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, বন্ধু কল্যান ফোরামের কর্মকর্তা সৈয়দ মাহমুদুর রহমান, খুলনা বেতারের শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার, সুশীলনের অডিট অফিসার রবিন্দ্রনাথ মন্ডল, কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফলভোগীরাসহ উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সুশীলন ৩৩ বছর যাবৎ দেশের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করে আসছেন। বেকারত্ব ঘুচিয়ে সাবলম্বি করেছেন হাজার হাজার পরিবারকে। পথ দেখিয়ে আলোর পথে নিয়ে তাকে সমাজের একজন হওয়ার নেপথ্যে বিশেষ অবদান রেখেছেন সুশীলন নামের এই সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিকবিস্তারিত পড়ুন

সবচেয়ে বড় বিচারক জনগণ, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

জনগণ সমর্থন না করলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠন টিকে থাকারবিস্তারিত পড়ুন

নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া, আসছে বুলেটপ্রুফ মিনিবাস

তারেক রহমানের জন্যও আসছে বুলেটপ্রুফ গাড়ি যানবাহন আমদানির অনুমোদনের জন্য নথি জমাবিস্তারিত পড়ুন

  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
  • অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ
  • যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল
  • পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না: পার্থ
  • ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত
  • হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ৩ মামলায় সাক্ষ্য দিলেন আরও ৯ জন
  • দুর্গাপূজার ছুটি নিয়ে এনবিআরের জরুরি নির্দেশনা
  • যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
  • খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন মোদী, পাকিস্তানের পাল্টা জবাব
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ
  • সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
  • স্কুল-কলেজে নতুন নিয়মে নিয়োগের নির্দেশনা