সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় পিতাসহ ৫জনকে মারপিট!

বিবাহিতা মেয়ের ওপর শ্বশুর বাড়ির লোকজনের চলমান নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে উল্টো শ্বশুর বাড়ির লোকজনের মারপিট ও ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়েছে ওই গৃহবধূ এবং তার অসহায় বাবা-ভাইসহ ৫ জন।

আহতরা হলেন, দেবহাটার চারকুনি গ্রামের মৃত কালু শেখের ছেলে রমজান শেখ (৭০), তার দুই ছেলে আল আমিন (৩০), আলাউদ্দীন (২৮), মেয়ে মনজিলা খাতুন (৩৩) ও জামাতা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর কুলআটি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলআটি গ্রামে মনজিলা খাতুনের শ্বশুর বাড়ীতে মারপিটের এ ঘটনা ঘটে।

মারপিট পরবর্তী রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করলে রাতেই তাদেরকে সেখানে স্থানান্তর করা হয়।

আহত মনজিলা খাতুনের বৃদ্ধ বাবা রমজান শেখ (৭০) জানান, কয়েকবছর আগের সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর কুলআটি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে কামাল হোসেনের সাথে তার মেয়ে মনজিলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে মেয়ের তিন ভাসুর আল আমিন, শাহিনুর, আলমগীর এবং তাদের স্ত্রীসহ দেবর আমিরুল বিভিন্ন সময়ে তার মেয়ে মনজিলা খাতুনকে মারপিট করতো। এমনকি মনজিলা খাতুনের স্বামী কামাল হোসেন তার স্ত্রীকে মারপিটের প্রতিবাদ করতে গেলে তার ভাই ভাবীরা মিলে তাকেও মারপিট করতো।

শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুর আল আমিন আবারো মনজিলা খাতুনকে বেদম মারপিট করে। মারপিটের ঘটনা জানতে পেরে সন্ধ্যায় মনজিলা খাতুনের বৃদ্ধ বাবা রমজান শেখ ও দুই ভাই আলাউদ্দীন শেখ এবং আল আমিন শেখ কুলআটি গ্রামে তার শ্বশুর বাড়ীতে যায়। সেখানে পৌছানোর পর স্থানীয়দের কাছে শোনাবোঝা শেষে ভাসুর আল আমিন হোসেনের কাছে তার মেয়ে মনজিলাকে মারপিটের কারন জানতে চাইলে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ের তিন ভাসুর আল আমিন হোসেন, শাহিনুর ও আলমগীর, আল আমিনের স্ত্রী রোখসানা, শাহিনুরের স্ত্রী সায়েরা ও ছেলে আব্দুর রহমান, আলমগীরের ছেলে আবীর হোসেন ও দেবর আমিরুল মিলে লাঠিশোঠা ও ধারালো দা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাদেরকে বাঁচাতে মেয়ে মনজিলা ও জামাতা কামাল এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৩ : ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকেবিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০বিস্তারিত পড়ুন

  • পল্টন দিবসে দেবহাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের কর্মশালা
  • দেবহাটার সখিপুরে কিশোর-কিশোরী ও যুবকদের নিয়ে খেলাধুলার আয়োজন
  • দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে কাজ পরিদর্শনে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ
  • দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে হাতের সাথে উঠে আসছে কাপেটিং
  • দেবহাটার কুলিয়ায় ভোট কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা
  • দেবহাটায় ২দিনব্যাপী প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ
  • দেবহাটায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
  • দেবহাটায় সফল প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা
  • পারুলিয়া জামায়াতের নির্বাচনী পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন
  • দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানসিক নির্যাতনের অভিযোগ!