বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (এসআরএম) দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে জলবায়ু পরিবর্তনকে অভিযোজিত করা (চতুর্থ পর্যায়) এর আওতায় দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) উত্তরণ ও দেবহাটা উপজেলা পানি কমিটির আয়োজনে পারুলিয়াস্থ উত্তরণ-সিমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা পানি কমিটি সভাপতি আবুল ফজল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

পানি কমিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী, হামিদা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফসার আলী ও এনামুল হক, প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ সানা।

সফল প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক নাজমুল বাশার, উত্তরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর সাতক্ষীরা জেলার বেতনা মরিচ্চাপ অববাহিকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকারের গৃহীত চলমান প্রকল্পে টিআরএম অন্তর্ভুক্তি করে বাস্তবায়ন এবং ইছামতি নদীর সাথে লাবণ্যবতী ও সাপমারা নদীর অবাধ পুনঃ সংযোগ প্রদানের আবেদন করা হয়।

লিখিত আবেদনে জানানো হয়েছে, জেলার বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকা অঞ্চলে দীর্ঘ প্রায় ৩০-৩৫ বৎসর যাবৎ জলাবদ্ধতা সমস্যাটি অব্যাহত আছে। ক্রমশঃ এ সমস্যার তীব্রতা ও বিস্তৃতি বৃদ্ধি পাচ্ছে। সমস্যার প্রকটতায় দেবহাটা উপজেলা সহ সাতক্ষীরা জেলার প্রায় ১৫ লক্ষ অধিবাসী প্রতিবছরই মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় সরকার কর্তৃক এ যাবৎ যেসব প্রকল্প বা কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে তা দ্বারা তেমন কোন ফলপ্রসূ ফলাফল অর্জিত হয়নি। প্রতি বৎসর বর্ষাকালে এখানে জলাবদ্ধতা শুরু হয় এবং নীচু বসতি এলাকায় ৩-৬ মাস, বিল এলাকায় ৭/৮ মাস এমনকি অনেক এলাকা সারা বৎসর জলমগ্ন থাকে।

এ কারণে উল্লেখযোগ্য সংখ্যক পরিবার ঘর-বাড়ী ছেড়ে এলাকার উঁচু রাঙা, বাঁধ, বিভিন্ন প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন বা অন্য কোন সুবিধাজনক জায়গায় আশ্রয় নেয়। বর্ষাকালে আমন ধানের চাষাবাদ সম্ভব হয় না এবং অধিকাংশ মৎস্যঘের পানিতে ভেসে একাকার হয়ে যায়। এলাকায় পানি বাহিত রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়।

খাদ্য সংকট, স্বাস্থ্যহানি, কর্মসংস্থানের অভাব, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতিসহ নানাবিধ সমস্যায় এলাকার জনজীবন অচলাবস্থার সম্মুখীন হয়। সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১, ২, ৬-৮ ও ৬-৮ (এক্সটেনশন) প্রকল্পের মধ্যে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার জন্য টিআরএম অন্তর্ভুক্ত ও বাস্তবায়ন করা।

ইছামতি নদীর সাথে লাবণ্যবতী ও সাপমারা নদীর অবাধ পুনঃ সংযোগ প্রদান করা। সকল ধরণের কর্মকান্ডে জনগণকে যুক্ত করা এবং সকল সরকারি-বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইলো বিএসএফ! (ভিডিও)

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয়বিস্তারিত পড়ুন

অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করলে আওয়ামীবিস্তারিত পড়ুন

সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে যা জানা গেল

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার জের ধরেবিস্তারিত পড়ুন

  • নির্ভয়ে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকে ৮ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য, শিগগির বড় বিজ্ঞপ্তি
  • নির্বাচনের আগের সময়টা কঠিন, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা
  • রাখাইনে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব
  • নতুন করে আসা লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের
  • মেয়র ঘোষণার মাধ্যমে আ.লীগের আমলের নির্বাচনকে স্বীকৃতি দেয়া হলো কিনা— প্রশ্ন
  • পুতুলের ফ্ল্যাট জব্দ
  • শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • কলারোয়া ধান কাটা-ঝাড়ার কাজে নারী শ্রমিকরা
  • বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই: জামায়াত আমির
  • মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড়