বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের কারাগারে সাতক্ষীরা পৌর মেয়র চিশতী

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতীকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) মেয়র চিশতী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
এর আগে তিনি পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন।
সম্প্রতি তিনি অন্য একটি রাজনৈতিক মামলায় সাতক্ষীরা কারাগার থেকে জামিনে মুক্ত হন।

বিএনপি নেতা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী শহরের কামালনগর এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা জজ কোর্টের পি.পি আব্দুল লতিফ জানান, ‘পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী সাতক্ষীরা সদর থানার একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে পৌর মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সৈয়দ ইফতেখার আলী জানান, ‘তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা না’মঞ্জুর করে।’

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সদর থানা পুলিশের এসআই দেলওয়ার হোসেন বাদি হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২শ’ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। মামলা নং- জিআর ৯৬২/২২।
এছাড়াও অপর একটি নাশকতা মামলা রয়েছে পৌর মেয়র চিশতির বিরুদ্ধে। যার নং-৩১৭/২৩।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. ইফতেখার আলী অভিযোগ করে বলেন, ‘মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতি তার মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফেরেন ২৬ ডিসেম্বর। তিনি এলাকাতে না থাকার পরও তার নামে মামলা হয়।’

জানা গেছে, সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ২০ জুন মেয়র পদে বহাল হয়েছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বড় ভাই আফিল উদ্দিনের বিষয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

বড় ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সঙ্গে নিজেরবিস্তারিত পড়ুন

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলতে দ্বিধা নেই: মির্জা ফখরুল

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছে, একথা বলতে কোনো দ্বিধা নেইবিস্তারিত পড়ুন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ICT কোচিং সেন্টার বুধবারবিস্তারিত পড়ুন

  • স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী
  • দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন : মির্জা ফখরুল
  • পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান
  • জনগণকে বাইরে রেখে সরকারের বয়ান গ্রহণযোগ্য হবে না: আমীর খসরু
  • বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে বক্তব্য প্রত্যাহার রিজভীর
  • হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি
  • শার্শায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
  • অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড স্থগিত
  • আওয়ামী লীগ ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে: খসরু
  • ‘খুনি হাসিনার কথায় আবার প্রতারিত হবে এমন গর্দভও আছে?’ : মারুফ কামাল খান
  • ওবায়দুল কাদের আছে সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি
  • নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: এ্যানি