শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারী ভাবে ধান ক্রয় না হাওয়ায় কৃষকের মুনাফা লোপাট

বর্ষণের ভয়ে কলারোয়ায় বাড়তি ধান কাটা খরচ যোগাতে স্বল্প মূল্যে ধান বিক্রি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় বর্ষণ জনিত কারণ ও শ্রমিক সংকটে ধান কাটা খরচ বৃদ্ধি পেয়েছে। বাড়তি খরচ যোগাতে সরকারী ক্রয় শুরু না হওয়ায় কৃষকের ধান কম দামে মহাজনের গুদামে চলে যাচ্ছে। জানা গেছে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে আগাম রোপন করা বোরো ধান কাটা শুরু হয়।

তবে সরিষার আবাদ ঘরে তুলে কলারোয়ায় রোপন করা সিংহভাগ বোরো ধান মে মাসের প্রথম সপ্তাহ শেষে কাটা শুরু হয়। আর ধান কাটার শুরুতে ৬ মে থেকে সপ্তাহ কাল যাবত বর্ষণ চলে। ফলে বর্ষণের মধ্যে বেশীর ভাগ ধান কাটার উপযুক্ত হয়ে পড়ে। বর্ষণ হ্রাস পাওয়ার পরে আবারো বর্ষণ হওয়ার ভয়ে মাঠে মাঠে ধান কাটার ধুম পড়ে যায়।

এলাকার বেশীর ভাগ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। ফলে শ্রমিক স্বল্পতা এবং বর্ধিত চাহিদার কারণে বিঘা প্রতি ধান কাটা বাধা খরচ ২ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ হাজার এবং ক্ষেত্র বিশেষে সাড়ে ৩ হাজার টাকা হয়েছে বলে রায়টা গ্ৰামের কৃষক আবদুল্লাহ, পাঁচপোতার আলফাজ জানায়।

একই ভাবে মাঠ থেকে ধান বহন এবং বিচালি থেকে ধান ঝেড়ে বের করা খরচ দেড় গুন বৃদ্ধি পেয়েছে। দেয়াড়ার খালেক, দাড়কির সুমন জানায়, এই বর্ধিত খরচ যোগাতে কৃষককে আঙ্গিনা থেকে ধান বিক্রি করে দিতে হচ্ছে। তারা আরও জানান, কৃষি বিভাগ যদি শ্রমিকের বিকল্প কোন ব্যবস্থা না নেন তাহলে অচিরেই কৃষিকাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে।

যেহেতু সরকারী ক্রয় অভিযান শুরু হয়নি, আর ধান কাটা খরচ যোগাতে কৃষকের টাকার ভীষণ প্রয়োজন বুঝতে পেরে মহাজনরা ধানের বাজার মূল্য হ্রাস করেছে। লাউডুবি মোড়ের ব্যবসায়ী আরিজুল, দেয়াড়া বাজারের ইব্রাহীম হোসেন জানায়, এলাকার সর্ব বৃহৎ ধানের মোকাম ঝাউডাঙ্গায় ধানের মূল্য হ্রাস পেয়েছে।

তাই ১৮’শ টাকা মূল্যের ৬০ কেজি মোটা ধানের বর্তমান দাম সাড়ে ১৬’শ টাকায় এবং ২ হাজার ১’শ টাকা মূল্যের ৬০ কেজি চিকন ধান সাড়ে ১৮’শ টাকায় নেমে এসেছে। ফলে সরকারের সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার অভাবে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ধানের মুনাফা মহাজনেরা লোপাট করে নিয়ে যাচ্ছে বলে কৃষকরা জানায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ বর্ষণ জনিত কারণে মুজুরী বৃদ্ধি এবং ধান বিক্রির হিড়িক পড়ায় ধানের বাজার মূল্য হ্রাস পাওয়ার সত্যতা স্বীকার করেন। তবে সরকারী ক্রয় অভিযান শুরু হলে অসাধু ব্যবসায়ীরা বাজার মূল্য হ্রাসের সুযোগ পেত না বলে তিনি মনে করেন।

একই রকম সংবাদ সমূহ

গাজায় ইসরায়েলি গণহ*ত্যার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ-সমাবেশ

গাজায় ইসরায়েলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিলবিস্তারিত পড়ুন

‘সমাজের আলো’র প্রতিবেদনের নিন্দা-প্রতিবাদ কলারোয়ার বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চুর

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আগাম ইরি ধান চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া পাকুড়িয়া মাঠে আগামবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলোচিত সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেপ্তার
  • সেজো ভাইকে ছু*রিকাঘাতের পর কাদায় চুবি*য়ে মৃ*ত্যু নিশ্চিত করেন তারা!
  • কলারোয়ায় দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রস্তুতি মূলক সভা
  • কলারোয়ার চন্দনপুরে তাফসীরুল কুরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাপড়ী প্রদান
  • কলারোয়ায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কর্মশালা
  • কলারোয়া গদখালী ঈদ প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়
  • কলারোয়ায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়
  • কলারোয়ায় মাছ ধরা কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, আটক আপন ২ ভাই
  • কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন, অপর ২ ভাই আটক
  • কলারোয়ায় ঈদের দীর্ঘ ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা অব্যাহত
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিষ্টারের সাথে মত বিনিময়
  • কলারোয়ায় শরবত বিক্রি করে চলে আলামিনের জীবন সংগ্রাম