বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপির কর্মী সভা

আবু সাঈদ সাতক্ষীরা: বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলীম ইউপি চেয়ারম্যান এর সঞ্চালনায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আলাউদ্দিন, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলায়মান কবির, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব শফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, কলারোয়া পৌর বিএনপির সভাপতি কাজী শরিফুল ইসলাম তুহিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিউদ্দিন শফি। জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়া রিপন, আসাদুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম, সাইফুল ইসলাম বাবলু, মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সেচ্ছাসেবকদলে সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম সহ জেলা বিএনপি, উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন এই সরকার সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতাই থেকে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করছে। নিত্য প্রয়োজনিয় খাবার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষের আর আওয়ামী লীগ কিনা বলে দেশের মানুষ ভালো আছে, দেশে লুটত্রাজ চলছে দিকে খেলাল না করে গনতন্ত্র ধবংস করছে এবং মুক্তি কামী মানুষের নামে গায়েবী মামলা ও হামলা করে জোর পূর্বক ক্ষমতাই টিকে থাকতে চাই। দাবী একটা দেশনেত্রীকে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
চলতি মাসের ২৮ ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফল করার জন্য বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে উদাদ্ধ আহবান করেন এবং বলেন যদি কেউ বাধা দেয় তাহলে কেন্দ্র থেকে ঘোষণা অনুযায়ী সকল প্রোগ্রাম সফল করব ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার

এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা ও কামাল খালাস পাবেন, প্রত্যাশা আইনজীবীর

ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাসবিস্তারিত পড়ুন

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন: মির্জা ফখরুল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে ‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিববিস্তারিত পড়ুন

  • ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত, বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন
  • গাজীপুরে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় রিসোর্ট বন্ধ কেন্দ্রীয় নেতার মধ্যস্থতায় চলছিল এক বছর
  • জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি
  • পিআর-টিআর বাদ দেন, নির্বাচনে আসেন: মির্জা ফখরুল
  • আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
  • সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: মির্জা ফখরুল
  • জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে- গোলাম পরোয়ার
  • জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
  • আমরা তো শাপলা দিতে বাধা দেইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন?
  • কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না: ফখরুল
  • কলারোয়ার জয়নগরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত
  • পটুয়াখালী বিএনপির দুগ্রুপে তুমুল সংঘর্ষ, ফাঁকা গুলি ৫ পুলিশ আহত