বুধবার, জুলাই ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

আশাশুনিতে ১৩ চেয়ারম্যান প্রার্থী, ৬ মহিলা মেম্বার ও ১৭ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ৬৪০ জন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ার পর ৩৬ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রবিবার উপজেলায় দায়িত্বরত রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।

উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দেন।
যাচাই বাছাইকালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে আপীল করলে চেয়ারম্যান পদে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়।

ইউনিয়ন ওয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন-আশাশুনি সদর ইউনিয়নে সংরক্ষিত আসনে ১ জন ও মেম্বার পদে ৩ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। শ্রীউলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন নূর মোহাম্মদ সরদার ও মনিরুল কবির ও মহিলা মেম্বার ১ জন মনোয়ন প্রত্যাহার করেছেন। বুধহাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন আবম মোছাদ্দেক, মহিলা মেম্বার ২ জন ও মেম্বার পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। দরগাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন আওছাফুর রহমান ও রেজাউল করিম ও মেম্বার পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন এফআরএম আসিফ ইকবাল মনোনয় প্রত্যাহার করেছেন। শোভনালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন ম মোনায়েম হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছন। কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন হাবিবুর রহমান ও মেম্বার পদে ১ জন, খাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন আব্দুর রব, মহিলা মেম্বার ১ জন ও সাধারণ মেম্বার পদে ৯ জন, বড়দল ইউনিয়নে মেম্বার পদে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মোস্তফা হেলালুজ্জামান, আজিজুর রহমান ও নাছিমা খাতুন, আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন আলমগীর আলম লিটন, মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

বুধহাটায় নৌকার প্রার্থীর পথসভা

আশাশুনি উপজেলার বুধহাটায় নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় বুধহাটা উত্তর পাড়ায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি নির্বাচনে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলামের পরিচালনায় সভায় রফিকুল ইসলাম, সিরাজ হোসেন, মোয়াজ্জেন, খায়রুল ইসলাম, শাহিন আলম, মহিউদ্দীন সরদার, স্টালিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

বুধহাটায় শফিউলের গণসংযোগ ও পথসভা

আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আলহাজ্ব শফিউল আলম পুনঃরায় মেম্বার পদে নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার বিকালে মধ্যম চাপড়ায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় শফিউল আলম বলেন, আমি ২নং ওয়ার্ডের মেম্বার হলেও প্যানেল চেয়ারম্যান হিসাবে গোটা ইউনিয়নে জনস্বার্থে কাজ করে এসেছি। সকল ওয়ার্ডে আমার কাজের চিত্র রয়েছে। কিন্তু মূলত দায়িত্ব হিসাবে আমি নিজ ওয়ার্ডের মানুষের জন্য সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালনের সাথে সাথে নিজ অর্থে অনেক কিছু করেছি। মধ্যম চাপড়া গণ কবরস্থান, খেয়াঘাট মাঠ, পুকুর খনন, মধ্যম চাপড়া পূর্বপাড়া প্রাইমারী স্কুলের পুকুর পুনঃ খনন করেছি। চাপড়া ওয়াপদা থেকে আরএস পাকা রাস্তা পর্যন্ত মাটির কাজ, নিজ অর্থে সোলিং ও পরে কার্পেটিং কাজ হয়েছে। মসজিদ মাদরাসা হেফজখানায় অনুদান প্রদান, বয়স্ক ভাতা শতভাগ করা, ২ শতাধিক পানির ট্যাংকির ব্যবস্থা করেছি। আমি পুনঃরায় নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সকল অসম্পন্ন কাজ সম্পন্ন করব।

চাপড়ায় মেম্বার প্রার্থী কামরুলের নির্বাচনী মতবিনিময়

আশাশুনির বুধহাটা ইউনিয়নের চাপড়া ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামরুল ইসলাম ফকিরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে চাপড়া বাস স্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থী কামরুল ইসলাম বলেন, আমি কখনো জন প্রতিনিধি ছিলাম না। তবে সকল মসজিদ ও মন্দিরে সহায়তা প্রদান, মানুষের বিপদ আপদে, অসুখ বিসুখে পাশে থাকা, নিজের আয়ের অর্থদিয়ে জনস্বার্থে মাঠে থেকে কাজ করা, শালিস বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনজণের জন্য কাজ করেছি। গুচ্ছগ্রামে জমি উদ্ধার করিয়ে ১০০ পরিবারের ঘর করার সুযোগ সৃষ্টি, ব্রীজের মুখে সড়ক ১৮ ফুটের স্থলে ২৪ ফুট করাতে কাজ করা। আমার নিঃস্বার্থ কাজে ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচনে নামতে অনুপ্রাণিত করেছে। আমি নির্বাচিত হতে পারলে জনগণের মেম্বার হয়ে থাকবো, দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়বো।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সরদার, মোস্তফা সরদার, মোবারক গাজী, মিঠু সরদার, আব্দুল্লাহ সরদার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির পারিশামারি হাইস্কুল অ্যালামনাই কমিটি।। বিচিত্র সভাপতি ও ডা.মিনাক সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার।। আশাশুনি উপজেলার পারিশামারি পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দুইবিস্তারিত পড়ুন

আশাশুনিতে দুর্যোগ সহনশীল কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে দুর্যোগ সহনশীল কর্মপরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইএসডিওবিস্তারিত পড়ুন

আশাশুনির খোলপেটুয়া নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদে*হ উদ্ধার

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণবিস্তারিত পড়ুন

  • আশাশুনির প্রতাপনগরে মাদক অস্ত্র ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন
  • আশাশুনির শোভনালীতে উন্নয়ন সংস্থার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • আশাশুনি সরকারি কলেজের ১৫ জন শিক্ষার্থী পেলেন ‘উদারতা’র এএমএফ শিক্ষাবৃত্তি
  • মাদক ও অস্ত্রসহ সাতক্ষীরায় সাবেক আ.লীগের এমপির ছেলে আটক
  • আশাশুনির পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে ৪ দলীয় প্রীতি ফুটবল ম্যাচ
  • আশাশুনি তুয়াডাঙ্গায় বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ
  • আশাশুনির কাপসন্ডায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত
  • আশাশুনিতে জিয়া পরিষদের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন
  • আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলে অফিসের তালা ভেঙ্গে চেয়ার দখলের অভিযোগ
  • আশাশুনি পরিবার পরিকল্পনা অফিসে জনবল সংকট, সেবা প্রদানে ধীরগতি
  • সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকের শিশু যাত্রীর মৃ*ত্যু, আহ*ত ৬
  • আশাশুনিতে বিএনপি নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন