শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপদেষ্টার ওপর পানির বোতল নিক্ষেপ পরিকল্পিত ষড়যন্ত্র : এ্যানী

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (১৬ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তিনি বলেন, দেশে একটি অদৃশ্য শক্তি দীর্ঘদিন ধরে অস্থিরতা তৈরির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং একটি অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা।
তিনি আরও বলেন, এই ষড়যন্ত্র আগে দেখা যাচ্ছিল না, তবে এখন কিছুটা দৃশ্যমান হয়ে উঠছে। বোঝা যাচ্ছে কারা এই ষড়যন্ত্রে লিপ্ত। একটি পক্ষ অর্থ ও কৌশল নিয়ে বসে আছে দেশকে অশান্ত করতে।

বিএনপির গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। দীর্ঘ ১৭ বছর ধরে দেশে প্রকৃত ভোটের পরিবেশ ছিল না। মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষ অধীর আগ্রহে ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় আছে। আমাদের লক্ষ্য— জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।

এ্যানী বলেন, তৃণমূল বিএনপির নেতাকর্মীরা পোস্টার, ফেস্টুন ও প্রচারণার মাধ্যমে নির্বাচনী আমেজ তৈরি করছে। এর মধ্য দিয়েই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ সময় তিনি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ও রাজনৈতিক চক্রান্তের অংশ। কেউ কেউ এটাকে নিয়ে গোলকধাঁধায় ফেলতে চায়। কিন্তু এটা কোনোভাবেই সাধারণ ঘটনা নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসা থাকা উচিত নয়। গডফাদার সিস্টেম এখন অতীত। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অংশ নিতে হবে।

দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র আঘাত করতে পারে: এ্যানিদ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র আঘাত করতে পারে: এ্যানি
অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা ও বিএনপির লক্ষ্য নিয়ে এ্যানী বলেন, একটি নির্বাচিত সরকারও সব সমস্যা একসাথে সমাধান করতে পারে না, সেখানে মাত্র ৯ মাসের অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সব কিছু সমাধান সম্ভব নয়। আমাদের দাবি, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে জনআস্থা অর্জন করেছিলেন। তার জনপ্রিয়তা আজো বিএনপির শক্তি। সেই শক্তি কাজে লাগিয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপকল্প বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।

সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

একই রকম সংবাদ সমূহ

আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যে গণতন্ত্রের কথা সবাইবিস্তারিত পড়ুন

বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন : সালাহউদ্দিনের প্রশ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী,বিস্তারিত পড়ুন

পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবেবিস্তারিত পড়ুন

  • যাদের সদ্যজন্ম কিংবা স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও আজ বিএনপির সমালোচনা করে- মির্জা ফখরুল
  • গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: মিয়া গোলাম পরওয়ার
  • নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে : বদিউল আলম মজুমদার
  • ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ : শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ
  • ইসলামী দলগুলোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
  • স্বচ্ছতা ও জবাবদিহিতায় সাত হাজারের বেশি নেতা-কর্মী বহিষ্কার
  • গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চান তারেক রহমান
  • পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লা গেছে : ইশরাক
  • শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন- মাহমুদুর রহমানের
  • জামায়াতের পর এবার খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
  • পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা