রবিবার, মে ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৮০’র দশকে নিজের স্মৃতিচারণ করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন, ‘মার্চ মাস বাঙালি জাতির জন্য গর্বের মাস, স্মরণীয় মাস। এ মাসেই বঙ্গবন্ধু জন্ম গ্রহন করেছিলেন, এ মাসেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার পথ সুগম করেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্রে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষাদিক্ষাসহ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ করেছিলেন।’

বৃহষ্পতিবার (২৪ মার্চ) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দীর্ঘ আন্দোলনের পর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ধাবিত হয়েছে। পর্যায়ক্রমে আমরা স্বল্পোন্নত দেশে এগিয়ে যাচ্ছি, ৪১’সালে আমরা উন্নত দেশ হবো। শিক্ষা, মাথাপিচু আয়সহ অনেক সূচকে অনেক ভালো অবস্থানে আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শতভাগ বিদ্যুতায়নে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে। বিদ্যুত উৎপাদনে আগামি ৪ বছর পর দক্ষিনপূর্ব এশিয়ার মধ্যে আমরা সবথেকে বিদ্যুৎ উৎপাদন রাষ্ট্রে পরিণত হবো। রাস্তাঘাট তৈরি, বিনা পয়সায় ছাত্র-ছাত্রীদের বই প্রদান, খাদ্য, কৃষি বিপ্লবসহ ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।’

কলারোয়ার স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেন, ‘কলারোয়া আমার প্রিয় জায়গা, ‘১৯৮৭-৮৮ সালে প্রায় ৪বছর আমি মোটরসাইকেল চালিয়ে আমি এখানে ইরিগ্রেশনের কাজ করতাম। তুলশীডাঙ্গা ফুড গোডাউন, সাতক্ষীরা জেলখানা আমার তৈরি করা। বিএম নজরুল ভাইয়ের ইটের ভাটা, গোলাম রব্বানী সাহেবের ইটের ভাটা থেকে প্রচুর পরিমানে ইট নিতাম। আমি যাওয়ার সময় আমার যে গাড়িখানা ছিলো সেটা নজরুল ভাইয়ের কাছে দিয়ে ইটের টাকা শোধ করে দিয়ে চলে যাই। কাজেই এখানেই অনেকে ছিলেন অধ্যাপক ফারুক, হোসেন চেয়ারম্যান, শহিদুল ইসলাম, বনি আমিন অনেকের সাথে আমার পরিচয়। এমন কোন গ্রাম নেই যেখানে আমি যাইনি। কলারোয়ার কথা বললে আমার মন দুর্বল হয়, মন উৎফুল্লহ হয়ে ওঠে। দীর্ঘদিন কলারোয়ায় বিচরণের কারণে বহু মানুষের সাথে আমার পরিচয় আছে।’

‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক’ ওই অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপির স্ত্রী বিশিষ্ট নারী সংগঠক তন্দ্রা ভট্টাচার্য, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার।

এর আগে শিক্ষার্থীরা সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

পরে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছিতে নামাচার্য শ্রীশ্রী ব্র² হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে আয়োজিত ৫ম দোলযাত্রায় ৪দিনব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসবে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।


সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। বিশ্ব শান্তি ও মানব কল্যাণে ব্র² হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের ধর্মীয় আয়োজন ভৌগলিক সীমা অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে রূপ নিয়েছে। তীর্থ স্থানে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গণতান্ত্রিক এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সমান। আমরা সকলে ভাই-ভাই একে অন্যের সাথে বিরোধ অথবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে সমাজ ও রাষ্ট্রের শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে বসবাস করে অসম্প্রদায়িক শক্তিকে রুখে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।’

এসময় তিনি হরিদাস ঠাকুর আশ্রমের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী ১মাসের মধ্যে ১০ লক্ষ টাকার সহায়তার ঘোষণা করেন এবং যাতে আশ্রমটি পরবর্তীতে আন্তর্জাতিক মানের তীর্থ কেন্দ্রে রূপান্তরিত হতে পারে এজন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে মন্দিরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি চূড়ান্ত মাস্টারপ্ল্যান ডিও লেটার প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন।
হরিদাস ঠাকুর আশ্রমটি যাতে আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্রের স্বীকৃতি পায় এজন্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন কল্পে মন্ত্রিপরিষদ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।
হাজার মানুষের ভক্ত দেখে তিনি খুশি হয়েছেন বলে জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপির স্ত্রী বিশিষ্ট নারী সংগঠক তন্দ্রা ভট্টাচার্য, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইনসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠান সঞ্চলনা করেন কেঁড়াগাছিতে নামাচার্য শ্রীশ্রী ব্র² হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়।

আলোচনা সভা ছাড়াও ৪দিনব্যাপী ধর্মীয় ওই অনুষ্ঠানে ভগবত আলোচনা, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, বাউল সঙ্গীত ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়।

আরো ছবি:

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রচান্ড তাপদাহে তাল শাঁসের কদর বেড়েছে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় এই গরমে তালের শাঁসের কদর বেড়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের সুস্থতা কামনা

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, চ্যানেল আই এরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের বিশাল শোভাযাত্রা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা
  • কলারোয়ায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে দিনব্যাপি প্রশিক্ষণ
  • কলারোয়ায় সাহিত্য পরিষদের সভায় নব গঠিত কমিটি গঠন
  • কলারোয়ায় আনারস প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ
  • চন্দনপুর ইউনাইটেড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা
  • বছরের পর বছর অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী চাকুরীচ্যুত
  • কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের সভাপতি হলেন শরিফুল ইসলাম
  • কলারোয়ায় কদর বেড়েছে দুলালের দইয়ের
  • কলারোয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
  • ঢা.বি’তে কলারোয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘সোনাই’র নয়া কমিটি