রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শেখ রাসেল দিবসে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমন্ডির স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু- কিশোরদের মাঝে তুলে ধরতে তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয় বারের মতো দিবসটি পালনে প্রতিপাদ্য ছিলো “শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দুর্জয়” উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল প্রমূখ।

অনুষ্ঠানে শেখ রাসেল জন্মদিন পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কালিগঞ্জের সহযোগিতায় চিত্রাংকন কুইজ প্রেজেন্টেশন উপস্থাপন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয় । উপজেলায় শ্রেষ্ঠ ল্যাব নির্বাচনে প্রথম হয়েছে বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রী সুমাইয়া ইয়াসমিন, দ্বিতীয় বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জয়িতা দেবনাথ, তৃতীয় বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনুজান খাতুন, উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাউদা তাহসিন ছোয়া, দ্বিতীয় রতনপুর টিএন মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্র শেখ সাব্বির, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাইমুনা বিনতে জামান, প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম, দ্বিতীয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ছাত্র সমিন সারোয়ার সাফা ও তৃতীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তোহফা মেহজমিন মৃত্তিকা, কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ছাত্র আসলাম কবির, দ্বিতীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার, তৃতীয় বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মাকসুদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কারসহ কলেজের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী জিম ও মিমকে ক্রেস্ট প্রদান করা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় শেখ আরিফুজ্জামান রাজু (৩২) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে কর্মী-সমর্থক শূন্যতায় বিএনপির সম্মেলন পণ্ড

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কর্মী-সমর্থকদের উপস্থিতি শুন্যতায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নলতায় এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

দেবহাটা প্রতিনিধি: নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত
  • কালিগঞ্জের বিপ্লব রায় ও স্বপন রায়ের প্রতারণার প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা
  • কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের মৃত্যু
  • কালিগঞ্জে সন্ত্রাসীর হাতুড়ির আঘাতে বিএনপি কর্মী যখম
  • কালিগঞ্জে বড়শিমলা কারবালার হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
  • উৎসব মুখর পরিবেশে চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কালিগঞ্জ ধলবাড়িয়ায় জামায়াতে ইসলামী’র অফিস উদ্বোধন
  • কালিগঞ্জের চৌমুহনী মাদ্রাসায় স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিবের মতবিনিময়
  • কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি সদস্যর আকস্মিক মৃত্যু