বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর উপজেলাব্যাপী নৌকার ব্যাপক প্রচার-প্রচারণা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে উপজেলার ১৪৪টি গ্রামে প্রতিদিন চলছে ব্যাপক প্রচার প্রচারণা। যার কারণে দলীয় নেতা-কর্মীরা দিন দিন উজ্জিবিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা কেউ বসে নেই। নৌকা প্রতীকে ভোট চেয়ে চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ।

বৃহস্পতিবার সকালে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ও মহল্লায় নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন এবং একটি উঠনবৈঠকে বক্তব্য রাখেন।

গনসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সহ সদস্য সচিব এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মোড়ল, আব্দুল হালিম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কৃষকলীগ নেতা রবিউল ইসলাম রবি, পৌরসভার ৯ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খান, পৌরসভার ৯ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা খাতুন, যুবলীগনেতা হাসান প্রমুখ।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার, সাতবাড়িয়া বাজার, বেগমপুর বাজার-সহ বিভিন্ন বাজারে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।
নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, সহ সদস্য সচিব অ্যাডভোকেট মিলন কুমার মিত্র, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সদস্য মশিয়ার দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, যুগ্ম-আহবায়ক শাসছুন্নাহার লিলি, যুগ্ম-আহবায়ক আবু বক্কার সিদ্দিক, যুগ্ম-আহবায়ক মাষ্টার কামরুজ্জামান টিটো, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, বিধান ঘোষ, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম-আহবায়ক হারুনুর রশীদ লিটন, মহিলা আওয়ামী লীগের তহমিনা খাতুনসহ সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে গণসংযোগ অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কেশবপরে জমির মালিকদের নিজ খরচে পানি সেচ, সরকারি সহযোগিতার আহ্বান

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে জমির মালিকদের নিজ খরচে পানি সেচ।বিস্তারিত পড়ুন

কেশবপরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও কর্মিসভা অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও কর্মিসভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট নেই অথচ করতেন অপারেশন!

সোহেল পারভেজ, কেশবেপুর: যশোরের কেশবপুরে আলোচিত সেই উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার সাগরদাঁড়ীবিস্তারিত পড়ুন

  • কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • যশোরের রাজগঞ্জে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লা*শ উদ্ধার
  • কেশবপরে সাগরদাঁড়িতে পদক প্রদান ছাড়াই শেষ হলো সপ্তাহব্যাপী মধুমেলা
  • কেশবপুরে সাংবাদিককে মারপিট, বাড়িতে সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি
  • মাইকেল মধুমেলায় যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য!
  • কেশবপুরে সরকারী গাছ কেঁটে নিয়ে যাওয়ার সময় গাড়িসহ চালক আটক
  • সাগরদাঁড়িতে ‘মধুমেলা’র মাঠে গাছ কর্তনের সময় হাতেনাতে ধরেও অজ্ঞাতনামা
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রৈমাসিক সভা
  • কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান
  • কেশবপুরে শেকড়ের সন্ধানের সাহিত্য আসর ও আলোচনা সভা
  • কেশবপরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
  • কেশবপরে সাগরদাঁড়ী ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন