শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক বিএনপির

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং-এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, পাঁচ দিনের সফরে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার (২২ জুন) রাতে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেন। তারা সেখানে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর আগামী ২৭ জুন দেশের উদ্দেশে রওনা হবেন।

শায়রুল কবির জানান, বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা সোমবার (২৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে বেইজিং পৌঁছান। এরপর চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং-এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ প্রতিনিধিদলের সদস্যরা। পরে তারা দুপুর ২টা থেকে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিএনপির প্রতিনিধিদলটি রাতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনও পরিদর্শন করেছে। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেইজিংয়ে ‘গ্রেট হলে’ বিকেল ৪টা থেকে দেড় ঘণ্টার বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায়, দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ-রাজনীতি প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

চীন সফররত বিএনপির প্রতিনিধিদলের একজন সদস্য জানান, বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন, বিএনপি মহাসচিবের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়।

লি হংঝং চীনের কমিউনিস্ট পার্টির ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্টান্ডিং কমিটির যে কজন ভাইস চেয়ারম্যান আছেন তাদের মধ্যে সর্ব শীর্ষে আছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’। এটি চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদর দপ্তরও। বিকেল ৪টায় গ্রেট হলে এসে পৌঁছালে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তারা।

বিএনপি নেতারা চীন সফরে যা করবেন

শায়রুল কবির আরও জানান, সোমবার (২৩ জুন) বিকেল ৪টায় সিপিসির পলিট ব্যুরোর সদস্য লি হংঝং-এর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় ৬টায় চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন পরিদর্শন করেন।

এ ছাড়াও বিএনপির প্রতিনিধিদলের সফরসূচির মধ্যে রয়েছে—২৪ জুন সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং-এর সঙ্গে সাক্ষাৎ। সকাল ১১টায় সিপিসির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গে সাক্ষাৎ। বেলা ১২টায় সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী সান হাইয়ান আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ এবং বিকেল চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন এবং জুয়ংগুয়ান গ্রেট ওয়াল পরিদর্শন। সন্ধ্যায় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ।

২৫ জুন সকালে ৯টা ৫৫ মিনিট থেকে ২টা ৫ মিনিট পর্যন্ত হাইস্পিড ট্রেনে বেইজিং থেকে শিআন ভ্রমণ। বিকেল সাড়ে ৩টায় বিওয়াইডি কোম্পানি পরিদর্শন এবং সন্ধ্যা ৬টায় শানসি প্রাদেশিক সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং নৈশভোজ।

২৬ জুন সকাল ৯টায় শিআন উন্নয়ন এলাকার হাই-টেক ইন্ডাস্ট্রিজের একটি স্মার্ট সিটি-প্রকল্প ‘কোড সিটি’ পরিদর্শন এবং দুপুর ২টায় শিআন প্রদেশের জিয়াওটং বিশ্ববিদ্যালয় (জিংকিং ক্যাম্পাস) পরিদর্শন এবং একটি আলোচনা অধিবেশনে অংশগ্রহণ।

২৭ জুন সকাল সাড়ে ৮টায় জিনগল সম্প্রদায় পরিদর্শন এবং দুপুর ১টা থেকে পৌনে ৪টা পর্যন্ত বিমানে শিআন থেকে গুয়াংজু যাওয়া এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশে রওনা।

একই রকম সংবাদ সমূহ

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয়বিস্তারিত পড়ুন

আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি)বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন নেপালে

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। লঙ্কায় লাগা আগুন ছড়িয়ে পড়ল পুরো এশিয়ায়। বাংলাদেশ পেরিয়েবিস্তারিত পড়ুন

  • নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
  • হাতকড়া-শেকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
  • ইতালি প্রবাসীকে জমি বুঝিয়ে দিলো আশিয়ান সিটি
  • নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের
  • কলারোয়ার ডাক্তার বাঁধনের বিদেশযাত্রা
  • মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি
  • জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
  • কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রে*প্তার
  • যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি
  • প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা