শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকে শুধু কাতারের ওপরই নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি এক অবমাননাকর আক্রমণ বলে অভিহিত করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ অভিমত ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েলকে এই আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় আনা এবং অবিলম্বে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

তৌহিদ হোসেন তার বক্তব্যে বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণ ও অযৌক্তিক ইসরায়েলি আক্রমণ সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননাকর। বাংলাদেশ এ হামলাকে ইসরায়েলের একটি বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং বারবার পাস হওয়া জাতিসংঘের প্রস্তাবগুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করছে।

তিনি আরও বলেন, আমাদেরকে সম্মিলিতভাবে ইসরায়েলকে এই নগ্ন আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি জানাতে হবে।

সম্মেলনে বাংলাদেশ ওআইসিভুক্ত সকল সদস্য রাষ্ট্রের প্রতি ইসরায়েলের উসকানি ও আগ্রাসন রোধে সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে ওআইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব স্বাগত বক্তব্য দেন। তারা মুসলিম উম্মাহর সামগ্রিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থার সনদের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে ২৪ জন রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন। বাকি দেশগুলোর প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। অংশগ্রহণকারী নেতারা ৯ সেপ্টেম্বর কাতারের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও মর্যাদার প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, কাতারের ওপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনার জন্য কাতারই এ জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজাবিস্তারিত পড়ুন

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা আসিফ

ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানেবিস্তারিত পড়ুন

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপেরবিস্তারিত পড়ুন

  • ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা
  • তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল
  • তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল
  • তত্ত্বাবধায়ক সরকারের রায়ে যা বললেন আইন উপদেষ্টা
  • হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার
  • নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
  • ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির
  • নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা
  • মালয়েশিয়ার দেওয়া সব শর্ত মানতে গেলে সিন্ডিকেট তৈরি হবে: আসিফ নজরুল
  • প্লট ফ্ল্যাট বিক্রয় নিয়ে নতুন বিধিমালা জারি
  • ফুটবলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
  • প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘ওয়াজ-মাহফিল’ সংক্রান্ত নিউজ ভুয়া : প্রেস উইং