জলবায়ু কার্যক্রমে সমন্বয়ের আহবান
বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা


বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।
অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ সভাপতি নার্গিস আক্তার ইভা। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক শেখ আসাদুজ্জামান, অধিপরামর্শ সম্পাদক মোঃ কাম্রুজ্জামান, ইসরাত জাহান, এম এ সালাম শেখ, এস কে হাছিব প্রমুখ। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, উপকূলীয় জেলা বাগেরহাট জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও অতিবৃষ্টি মানুষের জীবিকা ও নিরাপত্তাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। এই সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভায় জানানো হয়, জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের লক্ষ্য হলো—জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ফোরামের অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ একত্র করে তা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর জাতীয় পর্যায়ের জলবায়ু অভিযোজন ও প্রশমন পরিকল্পনায় প্রতিফলিত হবে।
উদয়ন বাংলাদেশের সভাকক্ষে প্রতিনিধিরা বলেন, স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সরকারি সংস্থা, এনজিও, গণমাধ্যম ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা অনেক সহজ হবে।
সভায় জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি, সম্পাদক, বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ সাংবাদিক, নারী প্রতিনিধি ও তরুণ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সর্বসম্মতভাবে ভবিষ্যতে আরও বেশি সমন্বিত কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরবিস্তারিত পড়ুন

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন বলেবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্র সফর শেষে আজ (৩ অক্টোবর) রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জাবিস্তারিত পড়ুন