ভোমরা বন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি, বাজারে কমেছে দাম


আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে শুকনা হলুদের আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) এই বন্দর দিয়ে ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ৩২ হাজার ২৯১ টন শুকনা হলুদ আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৫ কোটি টাকা এবং ১ হাজার ৮৪১ টন বেশি।
ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দর দিয়ে ৩০ হাজার ৪৫০ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা।
এই বাড়তি আমদানির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী মেসার্স ঠাকুর স্টোরের স্বত্বাধিকারী জানান, আমদানির পরিমাণ বাড়ায় গুঁড়া হলুদের দাম কমেছে। এক থেকে দেড় মাস আগেও প্রতি কেজি গুঁড়া হলুদ ৩২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় গুঁড়া হলুদের দাম হ্রাস পেয়েছে। পাশাপাশি অন্যান্য মসলা পণ্যের দামও সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।
ভোমরা বন্দরের অন্যতম আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, “এ বছর অন্য যেকোনো সময়ের তুলনায় শুকনা হলুদের আমদানি বেশি হয়েছে। এসব পণ্য আমরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছি।”
স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, আমদানির এ ধারা অব্যাহত থাকলে মসলা বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভোক্তারা আরও সুবিধা পাবেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের সঙ্গে সং*ঘাতে ভারতের ২৫০ সেনা নিহ*ত!
কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবেবিস্তারিত পড়ুন

সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশের অর্থনৈতিক খাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংককে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের কিডনি পাচার হচ্ছে ভারতে!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী অঞ্চলেবিস্তারিত পড়ুন