মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চোরাচালানের নতুন কৌশল: খৈলের নিচে ৭ কোটি টাকার ভারতীয় পোশাক ও মাদক

ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা প্রতিটি ট্রাক যেন এখন শুধু পণ্য নয়- বরং একেকটি সম্ভাব্য চোরাচালানের ছদ্মবেশ।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত রবিবার (১১ অক্টোবর) রাতে ভারত থেকে আসা এমনই তিনটি ট্রাক আটকে দিলো সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

খৈল বোঝাই ট্রাক বলে কাগজে-কলমে উল্লেখ থাকলেও, বাস্তবে তার নিচে লুকানো ছিল কয়েক কোটি টাকার ভারতীয় উন্নতমানের পোশাক ও মাদকদ্রব্য।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত ট্রাক থেকে উদ্ধার হয়েছে উন্নতমানের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ব্লাউজ এবং ১৫০ বোতল ফেনসিডিল। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৯ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, কয়েকদিন আগে থেকেই ভোমরা স্থলবন্দর হয়ে ‘খৈল বোঝাই ট্রাক’ আসার বিষয়ে সন্দেহ করছিল বিজিবি। তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আসে যে ভারতীয় খৈলের বস্তার ভেতরে কাপড় ও মাদক লুকিয়ে বাংলাদেশে আনা হবে।

১২ অক্টোবর রাতে সেই তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভারতীয় ট্রাক (নম্বর WB-57D6151) ভোমরা আইসিপি দিয়ে প্রবেশ করে। ট্রাকটির চালক ও হেলপার- লিটন মিয়া ও সাগর মিয়া, উভয়েই ভারতের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকার বাসিন্দা।

বিজিবির চেকপোস্টে দাঁড় করানোর নির্দেশ অমান্য করে ট্রাকটি দ্রুত কাস্টমস পার্কিংয়ের দিকে ঢোকার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকটি অনুসরণ করে ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে চলে যায়।

ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা দেখতে পান, কাস্টমসের গেইট বন্ধ অবস্থায় ভারতীয় ট্রাক থেকে খৈলের বস্তা নামানো হচ্ছে।
কিন্তু বস্তার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে ঝকঝকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ব্লাউজের প্যাকেট।

এ সময় ভারতীয় ট্রাকের মালামাল বাংলাদেশি ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৬-৩৬১৩ এবং ঢাকা-মেট্রো-ট-২২-৫৯০৩-এ তোলা হচ্ছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক, হেলপার ও শ্রমিকরা পালিয়ে যায়। বিজিবির সদস্যরা পরবর্তীতে তিনটি ট্রাকসহ সকল মালামাল জব্দ করে।

জব্দকৃত তিনটি ট্রাক থেকে উদ্ধার হয়- ১২লাখ টাকা মূল্যের : ২০হাজার কেজি ভারতীয় খৈল, ২ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা মূল্যের অতি উন্নতমানের ২ হাজার ৪৮৯ পিস শাড়ি, ১ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের উন্নতমানের ২ হাজার ১০০ পিস ভারতীয় শাড়ি, ৩২ লাখ ২২ হাজার টাকা মূল্যের অতি উন্নতমানের ৩ শত ৫৮ পিস থ্রি-পিস, ১২ লাখ টাকা উন্নতমানের ১৫০ পিস ভারতীয় থ্রি পিস, ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের ২০৫ পিস ভারতীয় ব্লাউজ এবং ৬০ হাজার টাকা মুল্যের ১৫০ বোতল ভারতীয় থ্রি পিস। এছাড়া ১ টি ভারতীয় ট্রাক (মূল্য ৯০ লাখ টাকা) ও ২ টি বাংলাদেশী ট্রাক (মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা)। সব মিলিয়ে মোট সিজার মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী কিছু প্রভাবশালী সিন্ডিকেট ভারত থেকে শাড়ি, থ্রি-পিস, ব্লাউজ, এমনকি মাদক চোরাচালান করে থাকে। ভোমরা স্থলবন্দর এই সিন্ডিকেটের অন্যতম নিরাপদ রুটে পরিণত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, ভারতীয় ট্রাকগুলো প্রায়ই খৈল, পেঁয়াজ, গম বা চালের চালান দেখিয়ে আসলেও ভেতরে থাকে চোরাচালানের পণ্য। মাঝে মাঝে কিছু প্রভাবশালী দালাল বা আমদানিকারক এই সিন্ডিকেটের সাথে যুক্ত থাকে।

তবে বিজিবির সাম্প্রতিক অভিযান এই সিন্ডিকেটের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন- চোরাচালান ও মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত আছে। কোনোভাবেই সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুটে পরিণত করতে দেওয়া হবে না। জনগণকে সচেতন হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

তিনি আরও জানান, জব্দকৃত ট্রাক, পোশাক ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ায় সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কাজ চলছে।

বিশ্লেষকরা বলছেন, সাতক্ষীরা সীমান্তে চোরাচালান একটি পুরনো সমস্যা। প্রতিদিন অসংখ্য পণ্যবাহী ট্রাক প্রবেশ ও প্রস্থানের সুযোগে এ রুটে তৈরি হয়েছে শক্তিশালী দালালচক্র। খুলনা ও যশোর অঞ্চলের বড় বড় পাইকারি বাজারেও মাঝে মাঝে এসব ভারতীয় পোশাক পাওয়া যায়- যার অনেকটাই আসে এভাবেই সীমান্ত পেরিয়ে।

স্থানীয়দের মতে, চোরাচালান বন্ধে বিজিবি, কাস্টমস ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

ভোমরার সাম্প্রতিক এই অভিযান শুধু একটি বড় চোরাচালান ধরা পড়ার ঘটনা নয়- এটি সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বাহিনীর দক্ষতা ও সতর্কতার প্রমাণও বটে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সীমান্তের এত কড়াকড়ির মাঝেও এ ধরনের পণ্য এতদূর পর্যন্ত আসে কীভাবে?

একই রকম সংবাদ সমূহ

তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসনবিস্তারিত পড়ুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতইবিস্তারিত পড়ুন

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীরবিস্তারিত পড়ুন

  • এবার সঠিক সময়েই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা
  • বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের
  • ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’
  • জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী
  • প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি
  • ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
  • সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে: ধর্ম উপদেষ্টা
  • বন্ধ হচ্ছে অননুমোদিত মোবাইল ফোন
  • ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী
  • আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট
  • যেভাবে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
  • খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা