শুক্রবার, মে ৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের নিয়ে নিয়মিতই নানা অভিযোগ আসে। ব্যবসায়ী সংগঠনগুলোকে এসব বিষয়ে এগিয়ে আসতে হবে। যারা অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে ব্যবসায়ী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দিতে হবে।

শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর বিএসটিআই কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আমরা সবাইকে অসাধু বলতে চাই না। কিন্তু বাজারে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা কম নয়। পেঁয়াজ নিয়ে বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে। দিনে দিনেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়গুলো নজরে রাখছি। আমরা দেখছি যে, বাজারে ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। এর প্রভাবে ক্যানসারসহ নানা জটিল রোগ শরীরে তৈরি হচ্ছে। এসব বিষয়ে ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইকে কাজ করতে হবে।

নূরুল মজিদ বলেন, আমরা ব্যবসায়ী বান্ধব সরকার। ব্যবসায়ীদের ছাড়া সরকার এগিয়ে যেতে পারবে না। ব্যবসায়ী ছাড়া কোনো দেশ এগোতে পারবে না। আমরা চাই ব্যবসায়ীরা এগিয়ে আসুক। সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করুক।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেটি খেয়াল রাখতে হবে। সব বিষয়ে যেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারে, ভোক্তা অধিকারসহ ব্যবসায়ীরা যেন কোনো রকম বিব্রতকর অবস্থায় না পড়ে, ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই বিচলিত না হয়, সেটিও আপনাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, প্রতিটি খাদ্যে ভেজালে ভরপুর। সাদা চিনি ক্ষতিকর ক্যামিকেল দিয়ে তৈরি হয়। সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে ক্যানসারের সম্ভাবনা আছে। তারা কীভাবে এটি করছে? বিএসটিআই থেকে তো পরীক্ষা করেই তাদের অনুমোদন দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ক্যানসার রোগ যেভাবে বাড়ছে, সেটি প্রতিরোধ করতে ভেজালবিরোধী অভিযান জোরদার করতে হবে। প্রয়োজনে শিল্প মন্ত্রণালয়কে নতুন আইনের দিকে হাঁটতে হবে। ভেজালকারীদের যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওজনের ব্যাপারেও নজর দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রিটেইল ব্যাংকিং সেবা সহজ করতে প্রাইম ব্যাংক-হিসাবী’র অংশীদারিত্ব

ডেস্ক রিপোর্ট: রিটেইল ব্যাংকিং সেবাকে আরও সহজ করতে বাংলাদেশের দ্রুত প্রসারমান স্ট্যার্টআপবিস্তারিত পড়ুন

সংসদ অধিবেশন শুরু, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের প্রতি ৯৪০ প্রশ্ন

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্পিকার ড. শিরীনবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শনিবার, প্রাথমিক বিদ্যালয় রোববার খুলছে

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামীবিস্তারিত পড়ুন

  • সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  • এলপি গ্যাসের দাম কমলো
  • বাংলাদেশের পুলিশ এখন আমেরিকার স্টাইলে আন্দোলন দমন করতে পারে: প্রধানমন্ত্রী
  • রাতের আঁধারে লাশ দাফন করতেন মিল্টন, বানিয়েছেন ৯০০ মৃত্যুসনদ
  • ‘সমুদ্র সৈকতে বিনিয়োগ করতে চাইলে থাইল্যান্ডকে জায়গা দেওয়া হবে’
  • আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এবার জাল মৃত্যুসনদের মামলা
  • গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ: আদালতে এসে আবার জামিন নিলেন ড. ইউনূস
  • ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করলো আরকান আর্মি
  • ‘আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা’ : শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রী
  • মাশরাফি ঝাঁপিয়ে পড়লেন মধুমতি নদীর পানিতে
  • আমাদের দেশ আমরা এগিয়ে নিয়ে যাবো : প্রধানমন্ত্রী
  • ‘ভুল চিকিৎসা বলার অধিকার কেউ রাখে না, রাখে একমাত্র বিএমডিসি’