সাতক্ষীরায় রেকর্ডীয় সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিনের রেকর্ডীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার দেয়াড়া গ্রামের মৃত ইবাদ আলী গাজীল ছেলে মো: হযরত আলী। লিখিত অভিযোগে তিনি বলেন, কলারোয়ার খোর্দ্দ মৌজায় হাল ৪৭৭৫, ৪৭৭৪ নং দাগের ০৮ শতক জমি আমি ক্রয়সূত্রে মালিক হয়ে ১৯৮৫ সাল থেকে ভোগ দখলে আছি। কিন্তু সম্প্রতি দলুইপুর গ্রামের মৃত আব্দুল সরদারের পুত্র পর সম্পদ লোভী নজরুল ইসলাম সরদার গং কৌশলে জমির প্লটম্যাপ বাড়িয়ে আমার সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। অথচ উক্ত সম্পত্তির সকল কাগজপত্র আমাদের রয়েছে। আমরা বিষয়টি অবগত হয়ে প্লট সংশোধনের জন্য আদালতে আবেদনও করেছি। তারপরও আমার সম্পত্তি দখলের জন্য ষড়যন্ত্র করতে থাকলে আমি উপায়ন্তর হয়ে গত ২০২২ সালে আদালতে ১১১/২২ নং মামলা দায়ের করি। এঘটনায় বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করে তাদের শোকজ করেছেন।
তিনি আরো বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিবর্গের উস্কানিতে গত ১৩ মার্চ ২০২৪ তারিখে নজরুল ইসলাম সরদারের নেতৃত্বে তার পুত্র রুবেল হোসেন, খোর্দ্দ গ্রামের মৃত আইনুদ্দিন গাজীর পুত্র আমানুল্লাহ, দলুইপুর গ্রামের মৃত এসেম আলীর পুত্র মোহাম্মাদ আলী, সুলতান আলী, এয়াকুব আলীসহ কয়েকজন ব্যক্তি অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ঐ সম্পত্তিতে গিয়ে ঘর নির্মান কাজ শুরু করে। এসময় সেখানে থাকার ঘর ভাংচুর, গাছপালা কেটে ফেলেছে। এতে বাধা দিতে গেলে আমাকেসহ পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় আমি কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এরপর থেকে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তাদের হুমকিতে আমিসহ আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীণতায় ভূগছি। তিনি সাংবাদিক সম্মেলনের মধ্যমে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারী ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ন্যায় নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)