বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাস (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সিভিয়ার হার্টঅ্যাটাকে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালে ঢাকা থেকে মৃতদেহ কলারোয়ার বড়ালি গ্রামের নিজ বাসভবনে নিয়ে আসা হলে সেখানে স্বজন, গ্রামবাসীসহ বিপুল সংখ্যক মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান। মরহুমের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন।

দুই মেয়ে সানজিদা ও ফারজানা শিক্ষকতা পেশায় রয়েছেন। শনিবার জোহরের নামাজের পর বড়ালি গ্রামের মক্তব ময়দানে জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা ওমর আলি, মরহুমের পুত্র আব্দুল্লাহ আল মাসুদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান ।

জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিএনপি নেতা নাছির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য তবিবর রহমান বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল ওহাব, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ডা. মমতাজ মজিদ, ডা. হুমায়ুন কবির, মরহুমের বড় জামাতা এমএ কাইয়ুম বিদ্যুৎ, প্রভাষক এমএ বাশার পলাশ, সহকারী ষিষক্ষক নাজমুল হক, প্রভাষক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক ইমদাদুল হক, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, আব্দুল্লাহ আল মামুদ, সোহেল হোসেন, পলাশ মজুমদার, আলমগীর মজুমদার, ডা. রেজাউল করিমসহ বিপুল মুসল্লি। জানাজা নামাজে ইমামতি করেন বাঁশদাহ মাদ্রাসার সুপার মাওলানা মইনুল হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এদিকে সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শোকবিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, বিএম আফজাল হোসেন পলাশ, প্রভাষক সাইফুল ইসলাম, কাজী সিরাজ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, আবু রায়হান মিকাঈল, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলা তাঁতীদলের ধানের শীষের প্রচার প্রচারণা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলমান গণসংযোগ ও প্রচারের অংশগ্রহণে বাংলাদেশবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি হাই-বেঞ্চ বিতরণ

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় যুবদল নেতার অবস্থা আশ*ঙ্কাজনক

সাতক্ষীরার কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গু*রুতর আহ*ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়
  • কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার
  • মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা
  • কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা
  • কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • কলারোয়ায় বিভিন্ন মাদ্রাসায় বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ
  • কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ
  • কলারোয়ার শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান