কপ৩০: সাতক্ষীরায় জেলা ম্যাপ কমিটির সভা এবং মানববন্ধন


কপ৩০ সামনে রেখে বিশ্ব নেতৃবৃন্দের কাছে ৬ দফা প্রস্তাবনার মধ্য দিয়ে সাতক্ষীরায় জেলা ম্যাপ কমিটির সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত।
Multi-Actor Platform on Climate Disaster Risk Financing and Insurance (MAP CDRFI) এর উদ্যোগে আজ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, সাতক্ষীরাতে “জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা” বিষয়ে জেলা পর্যায়ের পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি প্রতিনিধি, উন্নয়ন সংস্থা, যুব প্রতিনিধি, নারী নেত্রী, কৃষক, জেলে ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। এডভোকেট নাজমুন নাহার ঝুমুর এর সভাপতিত্বে এবং জেলা ম্যাপেরসদস্য সচিব শরিফুল্ল্যাহ কায়সার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, সাতক্ষীরা জনাব কৃষিবিদ সাইফুল ইসলাম বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপকূলীয় বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ ঝুঁকিতে। অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, স্থায়ী জলাবদ্ধতা, লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষিজমি হারিয়ে যাওয়ার কারণে মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত পাঁচ দশকে উপকূলে ১ লাখ ২৫ হাজার হেক্টর কৃষিজমি হারিয়ে গেছে এবং বর্তমানে প্রায় ১.২ মিলিয়ন হেক্টর জমি লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত—যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবিকা বদলে যাচ্ছে; জেলে, কৃষক ও দিনমজুর পরিবারগুলো বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছে। অভ্যন্তরীণ জলবায়ু-জনিত অভিবাসন বাড়ছে, শহরে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে এবং দারিদ্র্য, পুষ্টিহীনতা ও রোগের প্রকোপ আরও বাড়ছে।সভায় বক্তারা উল্লেখ করেন যে, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত সীমিত হলেও দেশটি জলবায়ু ঝুঁকিতে বিশ্বের অন্যতম শীর্ষে। তাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে তুলে ধরা জরুরি। সভা শেষে আসন্ন COP30 সম্মেলনে জলবায়ু-সংবেদনশীল দেশগুলোর দাবি বিশ্ববাসীর সামনে শক্তভাবে তুলে ধরার লক্ষ্যে উপস্থিত অংশগ্রহণকারীরা একটি মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আশা করি COP30-এ বাংলাদেশের দাবিগুলো জোরালোভাবে প্রতিফলিত হবে, কারণ উপকূলবাসীর জীবন এখন প্রতিদিনের লড়াই।”
জেলা পর্যায়ের উক্ত মিটিং শেষে COP30–কে সামনে রেখে উপকূলীয় জনগোষ্ঠী এক মানববন্ধনে অংশগ্রহন করেন। উক্ত মানবব্বন্ধন থেকে বিশ্ব নেতাদের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন।
১. Loss & Damage তহবিলের কার্যকর বাস্তবায়ন : দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন, পুনর্গঠন ও জীবিকা পুনরুদ্ধারে সরাসরি অর্থায়ন; স্বচ্ছ ও অংশগ্রহণমূলক বিতরণ ব্যবস্থা এবং নারী-প্রধান পরিবার, জেলে, কৃষকসহ সর্বাধিক ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে অগ্রাধিকার।
২. প্রবেশযোগ্য ও স্বচ্ছ জলবায়ু অর্থায়ন : স্থানীয় সরকার ও কমিউনিটি-ভিত্তিক সংগঠনের কাছে সরাসরি অর্থ পৌঁছানো; জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া দূর করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।
৩. অ-অর্থনৈতিক ক্ষতির স্বীকৃতি : মানসিক স্বাস্থ্য, সংস্কৃতি, স্থানচ্যুতি, সামাজিক বন্ধন—এসবকে জলবায়ু ক্ষতিপূরণের অন্তর্ভুক্ত করা।
৪. প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য শক্তির প্রবেশাধিকার : সৌরশক্তি, পানিশোধন প্রযুক্তি, লবণাক্ততা-সহিষ্ণু সমাধান, জলাধার, শক্তি-দক্ষ চুলা, উঁচু শৌচাগার ও নর্দমা ব্যবস্থাপনা গ্রামীণ পর্যায়ে নিশ্চিত করা।
৫. লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি : নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব নিশ্চিত করা; জলবায়ু নীতি ও অর্থায়ন কাঠামোয় সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করা।
৬. জলবায়ু ন্যায়বিচার ও বৈশ্বিক জবাবদিহিতা : উচ্চ-নির্গমনকারী দেশগুলোর যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা; প্যারিস চুক্তির বাস্তবায়ন এবং ক্ষতিপূরণ প্রদানে আন্তর্জাতিক দৃঢ়তার দাবি।
সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেণ AOSED-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেকটর হেলেনা খাতুন, মাধব চন্দ্র দত্ত, শরিফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, অধ্যাপক আশেক ই এলাহী, শেখ হেদায়েত উল্লাহ, আফজাল হোসেন, অ্যাডভোকেট মুনীর উদ্দিন, শেখ আবুল কালাম, দুলাল চন্দ্র দাস, আব্দুর সালাম, ফারুক রহমান, নাসরিন সুলতানা, এ. কে. এম. আবু জাফর সিদ্দিকী, নাসরিন সুলতানা, রবিউল ইসলাম, জোহরা খাতুন, শ্যামল কুমার বিশ্বাস, মোঃ বায়েজিদ, শাম্মি আক্তার (কুমকুম), জয়ন্তী দাস, মোঃ ইমরান সরদার, সুশান্ত মল্লিক, বিশ্বজিৎ মুন্ডা, গুলশানারা খাতুন, প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা একমত হয়ে বলেন, “১.৫ ডিগ্রি লক্ষ্য রক্ষা করা মানবসভ্যতার অস্তিত্ব সুরক্ষার প্রশ্ন। এখনই বৈশ্বিক সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়ন জরুরি।”
বার্তা প্রেরক:
চায়না দাস, ফিল্ড অফিসার, MAP-CDRFI প্রকল্প, AOSED
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আহবানে আসন্ন জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিনিধি: ঐক্যের পথে, আমরা সকলে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব, ১৯৮৮বিস্তারিত পড়ুন

