শনিবার, মে ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনহা হত্যায় জ’ড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি প্রত্যাশা সে’নাপ্রধানের

সেনাবাহিনীর আর কাউকে যেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্ম’দ রাশেদ খানের ভাগ্য বরণ করতে না হয়, সেজন্য তার হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি প্রত্যাশা করেছেন সে’নাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার সকালে চট্টগ্রাম সে’নানিবাসে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা করেন।

সে’নাবাহিনী প্রধান বলেন, যারা ক্রিমিনাল তাদের উপযু’ক্ত এবং দৃষ্টান্তমূলক শা’স্তি হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সে’নাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারো সঙ্গে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করি।

ঘটনার ত’দন্তে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সে’নাপ্রধান বলেন, ঘটনাটি ত’দন্ত হচ্ছে, এ ব্যাপারে কিছু বলা যাবে না।

তিনি বলেন, যে ঘটনাটা ঘটেছে সেটা সবাই জানে। অ’ত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার দৃষ্টান্তমূলক শা’স্তি হতে হবে। এটা ত’দন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তখন সন্তুষ্টির প্রশ্ন আসবে।

সে’নাপ্রধান বলেন, আম’রা যুগ যুগ ধরে দেখে আসছি, কোনো ঘটনা ঘটলে কেউ না কেউ এটার আনডিউ প্রিভিলেজ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিলো। হয়তো এখনো চেষ্টা করছে। এ ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো বোঝে। যে ঘটনা ঘটেছে অবশ্যই অ’ত্যন্ত নৃ’শংস ঘটনা, ন্যক্কারজনক ঘটনা।

তিনি বলেন, শুধু সে’নাবাহিনীর পক্ষ থেকেই ঘৃ’ণা জানানো হয়নি, পু’লিশ প্রধানও সেদিন এসেছিলেন। তারাও সে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। সবাই এ ঘটনার জন্য ম’র্মাহত হয়েছেন। এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা হবে অ’ত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটা কাঙ্ক্ষিত নয়।

সে’নাবাহিনীর কোনো সদস্যের ‘অস্বাভাবিক’ কিছু ঘটলে নিজস্ব ত’দন্ত হয় জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, সেটা আমাদের ডিপার্টমেন্টাল প্রয়োজনে হয়। আম’রাও সে ধরনের একটা ত’দন্তের নির্দেশ সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, ত’দন্ত হচ্ছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে সে’নাবাহিনীর পক্ষ থেকে সরকারকে কোনো সুপারিশ দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এ ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটি যৌথ ত’দন্ত টিম গঠন করা হয়েছে। এ ত’দন্ত টিমের প্রতি সে’নাবাহিনী এবং পু’লিশ বাহিনীর সম’র্থন রয়েছে। এ ত’দন্ত দল যেটা উপযু’ক্ত মনে করবে সরকারকে তারা সুপারিশগুলো করবে। এখানে সে’নাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখানে একটা যৌথ টিম গঠন করা হয়েছে এবং সেখানে আমাদের সে’নাবাহিনীরও সদস্য আছে। সুতরাং আলাদাভাবে সুপারিশ করার প্রয়োজন আছে বলে মনে করি না।

চট্টগ্রামের ভাটিয়ারিতে সে’নাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অ’তিথি ছিলেন জেনারেল আজিজ আহমেদ। সে’নাবাহিনীর ছয়টি সিগন্যাল ব্যাটালিয়ন ১৮, ২০, ২১, ২২ ও ২৩ বীর কালার প্যারেডে অংশ নেয় এবং প্রধান অ’তিথির কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

এসময় সে’নাবাহিনী প্রধান সবাইকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বা’স, সহম’র্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সৃশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সে’না সদস্য হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

‘পদ ছাড়ার পর একা হয়ে যাবো’, কেন বললেন প্রেস সচিব

শেখ হাসিনার স্বৈরশাসনের সময় যারা আমার প্রশংসা করতেন, তাদের মধ্যে কেউ কেউবিস্তারিত পড়ুন

তিন আসামিকে খালাস, রায় ‘মেনে নিতে পারছেন না’ আছিয়ার মা

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটুবিস্তারিত পড়ুন

সেই শিশু আছিয়া ধ*র্ষ*ণ ও হ*ত্যা: হিটু শেখের মৃ*ত্যুদ*ণ্ড, খালাস ৩

মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এইবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত, কেন দিচ্ছে?
  • সহজ শর্তে ঋণ পাবেন জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদদের পরিবার
  • শ্যামনগরে ‘রান ফর ওয়াটার’ ম্যারাথন: সুপেয় পানির দাবিতে নতুন উদ্যোগ
  • দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য প্রয়োজন : সালাহউদ্দিন
  • আকাশেই খুলে পড়ে বিমানের চাকা, নিরাপদে অবতরণে প্রশংসায় ক্যাপ্টেন
  • জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে: ডা. শফিকুর
  • উপদেষ্টার ওপর পানির বোতল নিক্ষেপ পরিকল্পিত ষড়যন্ত্র : এ্যানী
  • কুমিল্লায় অনেক উপজেলায় বিএনপির রাজনীতি আ.লীগের টাকায় চলে : হাসনাত আব্দুল্লাহ
  • নলতায় শিশুতোষ গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র বর্ণাঢ্য প্রকাশনা উৎসব
  • নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস
  • সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা: গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ ভাতার সুপারিশ
  • ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে: ফয়েজ আহমদ