সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় ইউপি সদস্যে আলাউদ্দিন গাজীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ

কৃষ্ণ ব্যানার্জী সাতক্ষীরা: আশাশুনি উপজলার আনুলিয়ায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানির পর স্থানীয়রা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে নয়াখালী মসজিদের মাঠে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানান স্থানীয় মুসলিরা।

নয়াখালী গ্রামের বাসিন্দা জাবেদ আলী পাড়, আব্দুস সালাম সরদার, জবেদ আলী, ইসহাক আলী, কুরমান শেখ, শেখ সালাম সহএকাধিক ব্যক্তিরা জানান, আনুলিয়া ইউনিয়নের সদস্য ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন গাজী একজন সৎ ও নির্ভীক ইউপি সদস্য। তার বড় ভাই জলিল গাজী এই ওয়ার্ডের একাধিক বার সদস্য ছিলেন।

তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ করার কারণে এলাকায় জামাত-শিবিরের তান্ডবের ২০১৩ সালে তাকে মারপিট হাত পায়ের রগ কেটে ক্ষতিগ্রস্ত করা হয়। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

তারা আরো জানায় এই ওয়ার্ডে অনেকেই ইউপি সদস্য হয়েছেন কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা কেউ দেখেনি। এমনকি আমাদের একমাত্র নামাজ পড়ার মসজিদটিও সংস্কারের অভাবে বেহাল দশা। যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

ইউপি সদস্য আলাউদ্দিন আমাদের কথা চিন্তা করে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে ওয়াদা বেড়িবাঁধের রাস্তার ইট না নষ্ট করে গ্রামের মধ্যে ছোট ছোট রাস্তা এবং অবহেলিত মসজিদের সংস্কারের জন্য ১০ হাজার ইট প্রদান করেন। ইতিমধ্যে গ্রামের মধ্যে ছোট ছোট রাস্তা কাজ শুরু হয়েছে মেম্বার তার নিজের অর্থ দিয়ে বালি করাই করে রাস্তা শুরু করেছেন।

কিন্তু নির্বাচনে পরাজিত প্রতিপক্ষরা তার এই উন্নয়ন বাধাগ্রস্থ করতে একের পর এক ষড়যন্ত্রই মেতেছে তারা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন।

আনুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন গাজী জানান, হাজরাখালী খেয়াঘাট (বিছট) থেকে নয়াখালী মসজিদমুখী বেড়িবাঁধের ওপরে মাটি দিয়ে সংস্কারের কাজ শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড। ওই রাস্তার ব্যবহৃত পুরাতন ইট তুলে মসজিদসহ ভিতরে কিছু রাস্তায় রাখা হয়।

পরে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে নয়াখালী গ্রামের ছোট ছোট দশটি রাস্তা এবং মসজিদ সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু আমার প্রতিপক্ষরা ইট বিক্রয় করা হয়েছে দাবি করে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, বিছট নয়াখালী বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হলে ইউপি সদস্য আলাউদ্দিন ফোন দিয়ে জানান। আমি ইট গুলো তার হেফাজতে রাখতে বলি। এরপর থেকে নানা কথা শুনি।

একই রকম সংবাদ সমূহ

জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল

ত্রিপক্ষীয় এক চুক্তির আওতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে নেপাল। জুনবিস্তারিত পড়ুন

সবার সহযোগিতায় ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চাই: সিইসি

নির্বাচন কমিশন সকলকে নিয়ে ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতেবিস্তারিত পড়ুন

ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে আগামী ১৫বিস্তারিত পড়ুন

  • ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
  • যশোরের শার্শায় ছিনতাইয়ের কবলে পড়ে আ*হ*ত যুবকের মৃ*ত্যু
  • কলারোয়ায় চেকের মামলায় যুবদল নেতা টুটুল গ্রেফতার
  • তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ ক্যাম্পেইন এ দিনব্যাপী কর্মসূচী পালিত
  • যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে প্রাণ হারিয়েছেন ৫১ বাংলাদেশি
  • আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে বিএনপি: তারেক রহমান
  • যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল, সম্পাদক খোকন
  • স্থানীয় সরকারব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব
  • আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ
  • ঝিনাইদহে ৩ জনকে হ*ত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা
  • চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের
  • রাজশাহীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা