বুধবার, জুলাই ৩০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষকদের

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাতজন নন-এমপিও শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় জানানো হয়, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হলে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে মে মাসের মধ্যে পরিপত্র জারি করা হবে এবং জুলাই থেকে বেতন কার্যকর করা হবে। সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আশ্বাসও দেওয়া হয়।

তবে নির্ধারিত সময় অতিক্রম করলেও প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে বলে অভিযোগ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আগামী ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে আগামী শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি ও আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাহাদাত আজাদী, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মো. আব্দুস সালাম, সমন্বয়ক মো. আবতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক, সমন্বয়ক হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল সহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা।

এছাড়াও দেশের ৪০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে, সরকারের কাছে থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রায় তিন হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে একযোগে এমপিওভুক্ত করার কার্যকর ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

অনুমতি ছাড়াই প্রেস কাউন্সিল কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ নূরুল কবিরের

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রাক্তবিস্তারিত পড়ুন

জবানবন্দিতে জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শকবিস্তারিত পড়ুন

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একমত হওয়া বিষয়গুলো

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যেবিস্তারিত পড়ুন

  • গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে : প্রধান উপদেষ্টা
  • ‘৩ প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারো জাতীয় বিপর্যয় ঘটতে পারে’ : জামায়াতের আমির
  • জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে এনসিপির আপত্তি
  • ৫ আগস্ট বন্ধ থাকবে উচ্চ আদালত
  • প্রাইমারির প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
  • নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব
  • এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার ঋণ শোধ করেছে সরকার
  • চিকিৎসার জন্য আবারো লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
  • নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা
  • বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা
  • ‘সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের ট্রেনিং দেয়া হবে’ : প্রেস সচিব
  • রাজধানী থেকে বিমানঘাঁটি না সরানোর কারণ জানালো বিমানবাহিনী