বুধবার, নভেম্বর ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আ.লীগ

কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ।

তারা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাবিল এবং কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মারুফ হোসেন।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্যাডে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে- ‘কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আগামি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত ভুট্টোলাল গাইন। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মোঃ আফজাল হোসেন হাবিল ও মোঃ মারুফ হোসেন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তাছাড়া গত ৫ সেপ্টেম্বর রাত্রে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, দলীয় কর্মীদের মারপিট সহ দলীয় প্রার্থীকেও শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে জানা যায়। বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব বিএম মোজাম্মেল হক সাহেবের টেলিফোনের নির্দেশ মোতাবেক উক্ত দুই বিদ্রোহী প্রার্থীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়েছেন।’

চিঠিটি বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য।

একই সাথে চিঠির অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আফজাল হোসেন হাবিল। তিনি গত নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। একই সাথে আরেক বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন মারুফ হোসেন, তিনিও গতবার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। অপরদিকে সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টোলাল গাইন গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিদ্রোহী প্রার্থীদের কাছে পরাজিত হন।

এদিকে গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের উত্তর পাড়া মসজিদ এলাকায় দুই বিদ্রোহী প্রার্থী ও তাদের কর্মীদের সঙ্গে নৌকা প্রার্থী ও তার কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকার প্রার্থী ভুট্টোলাল গাইন সহ ১৫ জনের মতো আহত হযন। তাদের মধ্যে ৭ জনকে কলারোয়া হাসপাতালে ও দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় ৬ সেপ্টেম্বর সোমবার কলারোয়া থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

এরই সূত্র ধরে ওই দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বাংলাদেশ আওয়ামী লীগ।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেড়েছে কুলের চাষ

কলারোয়ায় এবার ব্যাপক কুলের চাষ করা হয়েছে। ভিটামিন-এ ও ভিটামিন-সি সমৃদ্ধ সুস্বাদুবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
  • কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী
  • কলারোয়ায় কৃষি ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বাইসাইকেলে বিতরণ
  • কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় অসহায় মুদি দোকানীকে মুদিপণ্য দিলেন গদখালী প্রবাসী মানবতা কল্যাণ সংঘ
  • কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের শিরোপা জয়
  • কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজে মতবিনিময় সভায় কলেজ পরিদর্শক
  • শেখ হাসিনার গাড়িবহর মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দমিছিল