সোমবার, মে ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা

কলারোয়ায় সম্পত্তি দখল পূর্বক ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাবশালী কর্তৃক জাল দলিল সৃষ্টি করে পৈত্রিক দখলীয় সম্পত্তি জবরদখল পূর্বক সেখানে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

সোমাবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত নেতাই চন্দ্র কুন্ডের ছেলে রঞ্জিত কুমার কুন্ড।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়ার গোপিনাথপুর মৌজার বি,এস ৪৩৭ হতে ৬৫৪ সহ ৯টি খতিয়ানের মোট ৩৭ টি দাগে ১০.০০ একর সম্পত্তির মধ্যে এক একর জমির পৈত্রিক সূত্রে মালিক আমার জেঠা মশায় গৌরপদ কুন্ডর দুই ছেলে জয়দেব কুন্ড ও সুজয় কুন্ড। বর্তমান প্রিন্ট পর্চায় তাদের নামে রেকড হয়েছে। কিন্তু জয়দেবের ছেলে সুব্রত কুন্ড জাল কাগজ তৈরী করে ও দু’টি দেওয়ানি মামলার কথা গোপন রেখে ২০১১ সালে তাদের এক একরসহ ৩ একর ৫৬ শতক জমি জয়দেবের নামে নাম পত্তন করে। এই জমি নিয়ে জয়দেব ২০১২ সালে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেং ২৪/১২ পার্টিশনার মামলা করলে বিচারক ১৩/১/১৯ তারিখে রায়ে খারিজ করে দেয় এবং আদালতে জাল কাগজপত্র দাখিল করায় জয়দেব ও সুব্রত কুন্ডের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দেন। পক্ষান্তরে একই আদালতে আমরা দেওয়ানী ৩৯/১৫ মামলা করলে আদালত ১৪/১০/১৫ তারিখে তপশীল সম্পত্তিতে নতুন কোন স্থাপনা নির্মাণ না করার জন্য নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে।

রঞ্জিত কুমার কুন্ড অভিযোগ করে বলেন, জালিয়াতির মাধ্যমে জয়দেব কুন্ডকে নামপত্তন করতে সহযোগিতা করায় নামমাত্র বা বিনা টাকায় ২১ শতক জমি লিখে নেয় উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আমাজাদ হোসেন শাহিন ১০ শতক, আ’লীগ কর্মী মুরারীকাটির তৌহিদ শেখ ১৪, উজ্জল গাজী ৮ শতক, ঝিকরা গ্রামের শুকুর আলী ৪ শতক, আনারুল ৪ শতক, মুজিবর ৪ শতক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ১৪ শতক, গোপিনাথপুর গ্রামের রবিউল ৬ শতক, জাফর পাটনি ১৪ শতক, দাউদ সরদার ৪ শতক, খোদাবক্স ৭ শতক ওতুলশিডাঙ্গও কুরবান আলী ৩২ শতক জমি কিনেছের বলে আমরা জানতে পেরেছি। সব মিলে আমার ভাইদের প্রায় ৪ কোটি টাকা মূল্যেও ৪ বিঘা জমি জবর দখল করেছে ঐ চক্রটি। বর্তমানে কাজী শাহাজাদা, অমজাদ হোসেন, তৌহিদ, জাফরসহ কয়েকজন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই জমিতে পাকা স্থানা নির্মাণ শুরু করলে আমি বাধা দেই। এসময় জয়দেব কুন্ড তার গোয়াল ঘরে পরিকল্পিতভাবে অগুন দিয়ে আমাকেসহ ৬জনের নামে মিথ্যে ঘর জ্বালানো মামলা করে। পরবর্তীতে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

তিনি আরো বলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ওই দাগে তিন শতক জমি কিনলেও ১৪ শতক জমি দখল নিয়ে পানের বরজ করেছেন। যুবলীগ নেতা কাজী শাহাজাদা আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিলাস বহল ভবন নির্মান কাজ অব্যহত রেখেছেন। গত ১১ এপ্রিল মজিবর ওই জমিতে ভবন নির্মাণ শুরু করলে আমি থানায় অভিযোগ দিলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। কিন্তু লাল্টুর সহযোগিতায় ১২ এপ্রিল মজিবর সহ অন্যরা ঘর বানানোর চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় সাংসদ অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহকে জানলে তিনি পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। সে অনুযায়ী আমি থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও আমিনুল ইসলাম লাল্টুর কথামত কোন পদক্ষেপ না নেয়ায় মুজিবর রহমান তপশীল জমির ৪ শতকের উপর টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে। আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্রেও আঘাতে গুরুতর জখম করে। এঘটনায় আমার ভাই কলারোয়া থানায় অভিযোগ দিলেও পুলিশ অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি এবিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলায় কোন ঘুষবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

মালয়েশিয়ায় অবস্থানরত তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন

কামরুল হাসান, মোস্তফা হোসেন বাবলু ও সানবীম করিম সিয়াম: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় যুবদলের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ
  • কলারোয়ার তুলসিডাঙ্গায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসান
  • কলারোয়ায় ইটভাটায় টাস্কফোর্স অভিযানে ১ লাখ টাকা জরিমানা
  • কলারোয়ার দেয়াড়ায় দুস্থ পরিবারকে নতুন ব্যাটারি চালিত ভ্যান উপহার
  • কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ছেলের সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • জীবনের নিরাপত্তা ও আসামিদের আইনের আওতায় আনতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন