বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যানগনের দ্বারা “বাল্যবিবাহ মুক্ত” ইউনিয়ন ঘোষণা কার হয়। ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বৃন্দ। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স নুন্যতম ২১ বছর এবং মেয়েদের বয়স ১৮ বছর হওয়া বাধ্যতামূলক।

কিন্তু দারিদ্রতা, নিরাপত্তাহীনতা ও সামাজিক কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ হয়ে আসছিল। তাই সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে ৫টি ইউনিয়নে ১১০০৭ টি পরিবারে সার্ভের মাধ্যমে অবিবাহযোগ্য কিশোরী ৩৩২১ জন এবং কিশোর ৪৩৫৮ জনের তথ্য সংগ্রহ করা হয়।

গ্রাম পর্যায়ে বাল্যবিবাহের প্রধান কুফল যেমন: নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া। এছাড়াও বাল্যবিবাহের কারণে শিশু ও মাতৃমৃত্যর ঝুঁকি বৃদ্ধির কমাতে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, স্থানীয় সরকার ও প্রশাসন এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন এর সহযোগীতায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি ওয়ার্ডে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যেমে এলাকার জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধে পিতা মাতাদের সচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পট গান ও নাটক প্রদর্শন সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

ইউনিয়ন: কুলিয়া-৩, পারুলিয়া-২, সখিপুর-১, নওয়াপাড়া-১, দেবহাটা-২ (মোট ৯টি) বাল্যবিবাহ প্রতিরোধ করেছে এবং গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়। তারই ধারাবাহিকতায় স্ব স্ব ইউনিয়নের উদ্যোগে “বাল্যবিবাহ মুক্ত” ইউনিয়ন হিসেবে ঘোষনা করেন চেয়ারম্যানগণ।

এদিকে, দেবহাটা সদর ইউনিয়নে বাল্যবিবাহ ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান। অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, সিডিও আছাদুজ্জামান রিপন, ফ্যাসিলিটেটর কাওসার আলী, সকল ইউপি সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুলিয়া ইউনিয়নের এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হান্নান, রওনাকুল ইসলাম রিপন, প্রেম কুমার, শিরিনা খাতুন, ফতেমা খাতুন, শ্যামলী রানী, দেবহাটা এপি’র সিডিও জোস্না বালা, ফ্যাসিলিটেটর পাপ্পু মন্ডল প্রমুখ।

পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, দেবহাটা এপি’র সিডিও মিজানুর রহমান, ফ্যাসিলিটেটর মাসুদ রানা প্রমুখ।

সখিপুরে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ইউপি সদস্য নাজিম উদ্দিন, ইমাম সিরাজুল ইসলাম, দেবহাটা এপি’র জেসিডিও পিন্টু মন্ডল, ফ্যাসিলিটেটর রিফাত হোসেন, আসাদুর রহমান, আলফাজ হোসেন, প্রসেনজিৎ সরকার প্রমুখ।

নওয়াপাড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেনের সভাপতিত্বে ইউপি সদস্য খাদিজা খাতুন, দেবহাটা এপি’র সিডিও নীলাদ্রি বিশ্বাস, ফ্যাসিলিটেটর রেজাউল ইসলাম, অনিমেষ ঘোষ, সুমি, নাসির প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: মাছের ঘেরের চারপাশে ঝুলছে লাউ, করলা, শিম আর উচ্ছে। ঘেরেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো : ছাত্রদলের আবিদ
  • ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম
  • আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
  • হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়
  • ১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন
  • ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা
  • ঢাবির ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী
  • যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম
  • ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
  • ডাকসু নির্বাচনে সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত
  • ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের সাদিক কায়েম ও ফরহাদ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুল পরিদর্শনে জেলা প্রশাসক