সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নির্বাচনের পর বিয়ে করলে জেলে যেতে হবে’

আর কয়েকদিন পর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনের এই তোড়জোড়ের মধ্যেই নানা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন প্রার্থীরা। সম্প্রতি আসামের মুসলিম নেতা বদরুদ্দীন আজমলকে বিয়ে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ভারতে প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন পারিবারিক আইনের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ধুবরির সাংসদ (আজমল) যদি আবার বিয়ে করতে চান, তবে তা নির্বাচনের আগেই সেরে ফেলা উচিত, না হলে তাকে গ্রেফতার হতে হবে।

শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের পরে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করা হবে এবং বহুবিবাহ অবৈধ হয়ে যাবে।

সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চার (এআইডিএফ) প্রধান আজমল এবারও লোকসভা নির্বাচনে ধুবরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি তিনি বলেন, কংগ্রেসের মানুষ আর রাকিবুল হোসেইন (ওই আসনে তার কংগ্রেস প্রতিদ্বন্দ্বী) বলেছেন, আমার বয়স হয়ে গেছে। তবে এখনো আমার মধ্যে আবারও বিয়ে করার মতো জোর আছে। মুখ্যমন্ত্রী না চাইলেও আমি তা করতে পারব।

এর জবাবে শনিবার এক নির্বাচনী সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তার (আজমলের) এখনই বিয়ে করা উচিত। নির্বাচনের পর আসামে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করা হবে। এর পরে বিয়ে করলে তাকে গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন, যদি তিনি এখন আমাদের আমন্ত্রণ জানান, আমরাও যাব। কারণ এটি এখন পর্যন্ত অবৈধ নয়। আমি যত দূর জানি, ওনার একজন স্ত্রী আছেন। তিনি আরও দুই-তিন বিয়ে করতে পারবেন। তবে নির্বাচনের পরপরই আমরা বহুবিবাহ বন্ধ করে দেব। সম্পূর্ণ খসড়া তৈরি আছে।

ধর্ম-বর্ণনির্বিশেষে বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার বিষয়ে অভিন্ন বিধিমালার নাম ইউনিফর্ম সিভিল কোড। এটি পাস হলে ভারতীয় নাগরিকদের সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

ইউসিসি আইন কার্যকর করার ওপর বরাবরই জোর দিয়ে আসছিলেন শর্মা। গত মাসে উত্তরাখণ্ড বিধানসভায় ইউসিসি বিল পাস হওয়ার পরে তার মন্তব্য আরও জোরালো হয়ে ওঠে।

লোকসভা নির্বাচনে আসামে তিন ধাপে ভোট গ্রহণ চলবে—১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

লাদাখে বিক্ষোভের দুই দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার

লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতের কর্তৃপক্ষ।বিস্তারিত পড়ুন

‘আপনার বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছে’, মোদিকে কড়া জবাব ওয়াইসির

ভারতের বিহারে তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি নিয়ে ক্ষমতাসীনদের রাজনীতি দেশটিতে বেশবিস্তারিত পড়ুন

মোদিকে হটাতে জেন-জিদের বিক্ষোভ চান রাহুল

ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ‘ভোটচুরি’র অভিযোগ করার পর রাহুল গান্ধী এবারবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে সভা : ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি মানতে হবে’
  • সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত
  • ভারী বৃষ্টিতে হেলিকপ্টার রেখে গাড়িতে গন্তব্যে গেলেন মোদী
  • শ্রীলঙ্কা-বাংলাদেশের পর নেপাল, এবার দুশ্চিন্তায় ভারত!
  • ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
  • ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের
  • বেনাপোল বন্দরে ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে পিস্ত*লসহ চালক ও হেলপার আটক
  • মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে
  • আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি: ডোনাল্ড ট্রাম্প
  • ‘মোদি চোর, বিজেপি চোর’, বিধানসভায় তীব্র সমালোচনা মমতার
  • ভারতে পাসপোর্ট ছাড়া বাংলাদেশিদের থাকার নতুন নিয়ম
  • দু’দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্য কমেছে বেনাপোল বন্দরে, সংকটে ব্যবসায়ীরা