বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে…

শিক্ষা-সংক্রান্ত জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৷ পরীক্ষায় পাস করিয়ে দেওয়া ও কম নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাসুম রানা ওরফে রনি (২৪) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুর রহিম সাদেক (২২)৷ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার এই দুজনকে আটক করে র‍্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি জালিয়াত চক্র। বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে তারা বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, ফয়সাল মাহবুব (ফেক অ্যাকাউন্ট) নাম ব্যবহার করে জালিয়াত চক্রটি ফেসবুকে সাত কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে। জালিয়াত চক্র একই সঙ্গে ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপেও কমেন্ট করে টাকার বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া ও কম নম্বর প্রাপ্তদের বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷ সে অনুযায়ী অনেক শিক্ষার্থী বিকাশের মাধ্যমে এই চক্রকে অর্থ দেন ৷

বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া র‍্যাব-৩-এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল র‍্যাব-৩ এই চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করে ৷ এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয় ৷

প্রতারকদের ফাঁদে পা না দেওয়া ও জালিয়াত চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বলেছে, এসব জালিয়াতি যাঁরা করবেন বা যাঁরা আশ্রয় নেবেন, তাঁরা আইনগতভাবে অপরাধী হিসেবে গণ্য হবেন৷
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

বিসিবির নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম

গত মার্চে হার্ট অ্যাটাকের পর থেকেই তামিম ইকবাল একটা প্রশ্ন শুনে আসছেন,বিস্তারিত পড়ুন

ভারতজুড়ে গণবিক্ষোভ নিয়ে চাপে মোদি

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণবিক্ষোভ যে শাসক শক্তির ভিত নাড়িয়ে দিচ্ছে তাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে অগ্রসর হচ্ছে সরকার। এবারবিস্তারিত পড়ুন

  • স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে ফখরুলসহ ৪ নেতা যুক্তরাষ্ট্রে কেন যাচ্ছেন, জানালেন শফিকুল
  • ডাঃ মাহমুদুল হাসান (পলাশ) ব্যাংককে স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন
  • কলারোয়ার আসাননগর মানব কল্যাণের” উদ্যোগে হতদরিদ্র পরিবারকে ইট প্রদান
  • পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়
  • ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
  • নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
  • শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন- মাহমুদুর রহমানের
  • ১২ জেলায় বন্যার সতর্কবার্তা
  • ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো
  • জামায়াতের পর এবার খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
  • পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা