বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে চালু হচ্ছে হটলাইন

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন খোলা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

বুধবার (২১ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশেষ সহকারী এ কথা বলেন।

এ সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

কোরবানির পশুর যানবাহনে চাঁদাবাজি বন্ধে সরকারের উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশেষ সহকারী বলেন, আজ এ উচ্চপর্যায়ের মিটিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যাতে কমিয়ে আনা যায়, সেজন্য পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারাদেশে তৎপর থাকবে। সেনাবাহিনী সারাদেশে মোতায়েন আছে, বেসামরিক প্রশাসনকে তারা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, এখানে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের একটা ব্যবস্থা থাকবে। যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে। যে কেউ যদি চাঁদাবাজির সম্মুখীন হন, কোনো অবস্থাতেই যাতে তিনি চাঁদা না দেন।

‘পুলিশের ৯৯৯ একটা আছে, যেটা সবার মনে থাকে। এছাড়া কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটি হটলাইন থাকবে। সেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী, কমপ্লেইন করবেন। ঘটনা কোথায় হচ্ছে, যদি পুলিশের চেইনের মাধ্যমে সেখানে পৌঁছায় তবে সেটা অবশ্যই বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে।’

আব্দুল হাফিজ বলেন, মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, হটলাইনের যে সুবিধাটা, আমাদের যারা ভুক্তভোগী বা পটেনশিয়াল ভুক্তভোগী, তারা যদি ব্যবহার করেন আমার মনে হয় এটা থেকে উপকার পাওয়া যাবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, সামরিক বাহিনী থাকবে। আমি বলবো, আপনারা যারা রাস্তায় চাঁদাবাজির শিকার হতে পারেন, তারা অনুগ্রহ করে এ সুবিধাটা গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে আমার মনে হয় তারা এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সচিবালয়ে একটা হটলাইন থাকবে। বিভাগীয় পর্যায়ে প্রত্যেক বিভাগেই থাকবে এবং জেলা পর্যায়ে থাকবে।

‘সারাদেশে পুলিশের নেটওয়ার্ক আছে, সেনাবাহিনী মোতায়েন আছে। তারা অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেবে। তাই আমরা এ সিন্ডিকেটের কাছে মাথা নত না করি। চাঁদাবাজদের কাছে আমরা মাথা নত না করি। আমরা একটু শক্ত হই’, বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ।

একই রকম সংবাদ সমূহ

ভারতের জন্য তেলের দামে ৫ শতাংশ ছাড় ঘোষণা রাশিয়ার

যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহতবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে দেখে মার্কিন তুলা আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত ভারতের

বাংলাদেশের দেখাদেখি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের এইবিস্তারিত পড়ুন

বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে ‘চড়’!

সাপ্তাহিক ‘জনশুনানি’ চলছিল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। হঠাৎ-ই একজন কাগজ দেওয়ার নাম করেবিস্তারিত পড়ুন

  • ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম
  • শার্শায় মৎস্য উৎপাদনে অবদান: ক্রেস্ট পেলেন কুদ্দুস আলী বিশ্বাস
  • টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়: আমীর খসরু
  • ১২ দিনে দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
  • ভারতে তিন মাসে ২২৩ বার ধ/র্ষ/ণের শিকার বাংলাদেশি কিশোরী!
  • গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নীরবতা ‘লজ্জাজনক’: প্রিয়াঙ্কা গান্ধী
  • লোকসভা ভেঙে দিন, বিজেপিকে কেউ বাঁচাতে পারবে না: অভিষেক
  • ভারতে দুই ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কাসহ ৩০ এমপি
  • ‘ভোট চোর, গদি চোর’ স্লোগানে উত্তাল দিল্লি, অজ্ঞান ২ নেত্রী
  • ভারতীয় পণ্যের ক্রয়াদেশ স্থগিত করলো অ্যামাজন ও ওয়ালমার্ট
  • ভারতের ওপর হঠাৎ এত ক্ষেপলেন কেন ট্রাম্প?
  • ভারতের ওপর শুল্ক দ্বিগুণ যুক্তরাষ্ট্রের, বিরাট সম্ভাবনা বাংলাদেশের