বুধবার, জুলাই ২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরাও

বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে ভারতের নিষেধাজ্ঞায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন ভারতের স্থলবন্দরের ব্যবসায়ীরাও।

শনিবার (১৭ মে) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। সম্প্রতি বাংলাদেশ সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এই নিষেধাজ্ঞা আরোপ করলো ভারত।

দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের তৈরি রেডিমেড গার্মেন্টস, ফল-ফলের স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, তুলা ও সুতির সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি তৈরিপণ্য আমদানি, নিজস্ব শিল্পের জন্য ইনপুট তৈরি করে এমন রঙিন পদার্থ, রং, প্লাস্টিসাইজার, কাঠের আসবাবপত্র এবং অন্যান্য পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো স্থল কাস্টমস স্টেশন (এলসিএস)/ ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ও পশ্চিমবঙ্গের (এলসিএস) চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দ্রুত এই নিয়ম কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথর প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

কেন্দ্রীয় সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এই নোটিশ জারি করেছে। ওই নোটিশে আরও জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আসা রেডিমেড পোশাক কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে না দেওয়া হলেও মুম্বাই এবং কলকাতার সামুদ্রিক বন্দর দিয়ে ঢুকতে দেওয়া হবে। এছাড়াও যেসব পণ্য ভারতের মধ্যে দিয়ে নেপাল কিংবা ভুটানে যায় সেসব পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না।

পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ীর স্থলবন্দরের কাস্টম স্টেশনের নামও উল্লেখও করা হয়েছে নিষেধাজ্ঞার তালিকায়। তবে স্থলবন্দরের এই নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে ভারতে আমদানির ক্ষেত্রে কার্যকর হবে না। কেন্দ্রীয় সরকারের এই নিষেধাজ্ঞার ফলে বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা করছেন স্থলবন্দরের আমদানি এবং রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ীর এই দুই স্বলবন্দর থেকে রেডিমেড গার্মেন্টস, ফলসহ ফলেরসযুক্ত কার্বোনেটেড ড্রিঙ্কস, প্রসেস ফুড, তুলা ও তুলা থেকে তৈরি সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি দিয়ে তৈরি উপকরণ এবং কাঠের আসবাব আসছে না। কিন্তু পেট্রাপোলসহ অন্যান্য স্থলবন্দরে অনুমতি আছে।

কার্তিক চক্রবর্তী আরও বলেন, সবচেয়ে বড় ধাক্কা রেডিমেড গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে। বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির যেসব রেডিমেড পোশাক স্থলবন্দর হয়ে আসতো। এখন থেকে সেসব পণ্য কলকাতা সামুদ্রিক বন্দর এবং মুম্বাইয়ের নাভা শেভা বন্দর দিয়ে আনতে হবে। এছাড়া যথারীতি যা আছে তাই থাকবে।

তিনি বলেন, ফলসহ ফলের রসযুক্ত কার্বোনেটেড ড্রিঙ্কস, প্রসেসড ফুড, তুলা ও তুলা থেকে তৈরি সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি দিয়ে তৈরি উপকরণ এবং কাঠের আসবাব- এসব পণ্য মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরামের কোনো জায়গা দিয়ে আসতে পারবে না। কিন্তু এসব পণ্য পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, মহদীপুর স্থলবন্দর দিয়ে আসার অনুমতি আছে।

তবে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা জারির কারণে বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা করছেন কার্তিক চক্রবর্তী।
তিনি বলেন, এরই মধ্যে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ে গেছে। কারণ এই কাজের সঙ্গে যুক্ত প্রায় এক হাজারের মতো শ্রমিক আছে। এছাড়াও বহু লজিস্টিক কোম্পানি আছে সবাই ক্ষতির সম্মুখীন হবেন। তবে সরকারের পলিসি বৃহত্তর স্বার্থে হয় তাই আমাদের মেনে নিতে হবে।

এর আগে গত মাসে তৎকালীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি স্থগিত করেছে। আর গত ৯ এপ্রিলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত।

একই রকম সংবাদ সমূহ

পক্ষপাতদুষ্ট হয়ে কাজ না করলে কারও কোনো সমস্যা হবে না : এনবিআর কর্মকর্তাদের অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার করা এবং বন্দরের কার্যক্রম চালুবিস্তারিত পড়ুন

রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন,গতবারের চেয়ে রাজস্ববিস্তারিত পড়ুন

সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা

সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতাবিস্তারিত পড়ুন

  • ‘অনুকূল পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত
  • প্রতিবেশীদের দিকে ‘নিবিড় নজর’ রাখি, ‘ত্রিপক্ষীয় বৈঠক’ নিয়ে জয়সওয়াল
  • একনেকে ১৭ প্রকল্প অনুমোদন, বরাদ্দ ৮ হাজার ৯৭৪ কোটি টাকা
  • গুমের সঙ্গে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা: গুম কমিশনের প্রতিবেদন
  • উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
  • ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান
  • শাহরুখের মান্নাত নিয়ে দুঃসংবাদ
  • বাংলাদেশের জন্য আরও ৬১১৮ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক
  • বাংলাদেশকে ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা ঋণ দিলো এডিবি
  • ভারতের মুসলিম নাগরিকদের ‘অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি’
  • ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা: এনবিআর
  • এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহ*ত