সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তারা জালেম হিসাবে পরিচিত- আশাশুনিতে মেজর মারুফ

জি এম আল ফারুক, আশাশুনি: যারা খারাপ কাজ করে তারা জানেনা কেন করছে। যারা অন্যায় ভাবে নিরিহ মানুষকে হত্যা করছে তারা কিন্তু জালেম হিসাবে পরিচিত হচ্ছে। আমরা দেশের নাগরিক, দিন শেষে আমরা বাঙালী। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে।

কেউ দোষী হয়ে থাকলে স্বাক্ষ্য প্রমানসহ আসলে আইনের আওতায় নেওয়া হবে। দেশকে দেশের নিরিহ মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা নতুন করে দেশ পেয়েছি।

দেশকে সুন্দর ভাবে পরিচালনা, আইন শৃংখলা রক্ষা করা, খুন জখম, লুটপাট, ভাংচুর, অগ্নিকান্ড ঘটতে দেওয়া যাবেনা। আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে দ্রæত লক্ষ্যে পৌছাতে পারবো।

বুধবার (৭ আগষ্ট) বিকাল ৫.৩০ টায় আশাশুনিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহনে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আশাশুনিতে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মারুফ উপরোক্ত কথা বলেন।

মেজর মারুফ আরও বলেন, আপনারা যে কোন পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে ব্যবস্থা গ্রহন করতে আমরা চেষ্টা করবো। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে উপজেলাকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে চাই।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক সভাপতি/আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, সাবেক আমীর ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক।

সাবেক সেক্রেটারী আলমগীর হোসেন পিন্টু, সহকারী সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা রাশেদ আহমেদ খোকা, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, সাদিক আনোয়ার ছোট, বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলন সমন্বয়কারী তাহমিদ হোসেন আকাশ, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু নাহিয়ান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, আমরা নির্যাতিত, মামলায় জর্জরিত, ধন সম্পদ লুটে নেওয়া হয়েছে, স্থানীয় অপরাধীসহ সারাদেশে হত্যা, দুঃশাসন ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করার আহবান জানান তারা। তারা আরও বলেন, আমরা সন্ত্রাস, নাশকতা, হত্যা, হানাহানি, লুটতরাজ, বাড়ি ঘর ভাংচুর কিছুই চাইনা।

আমরা গ্রামে গ্রামে পাহারা দিতে শুরু করেছি। বিশেষ করে সংখ্যা লঘুদের বাড়ি ঘর, উপাসনালয় পাহারার ব্যবস্থা করেছি। কোন রকম অপরাধ হতে দেবনা। তারা সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ভাইস চেয়ারম্যান মোঃ সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসানসহ বহু রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র সমাজ ও সুধীজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি

এই কমিশন রঙবিহীন, চেহারাহীন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেবিস্তারিত পড়ুন

পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি পেলো বিজিবি

এখন থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ার অনুমোদন পেয়েছে সীমান্তরক্ষী বাহিনীবিস্তারিত পড়ুন

  • ফের রিমান্ডে সালমান আনিসুল ইনু মেনন মামুন
  • রাজনৈতিক ক্ষমতা-কালোটাকা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: গণমাধ্যম সংস্কার কমিশনপ্রধান
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
  • সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ, বিএসএফের গুলি, বাংলাদেশিকে তুলে নেওয়ার চেষ্টা
  • অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা পুলিশ সুপারের কম্বল বিতরণ
  • সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনকে ঘিরে তুমুল উদ্দীপনা
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
  • দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার