রবিবার, অক্টোবর ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে মালয়েশিয়ায় শুরু হলো আসিয়ান শীর্ষ সম্মেলন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার (২৬ মে) শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট—আসিয়ানের ৪৬তম শীর্ষ সম্মেলন। এতে মার্কিন শুল্কনীতি, মিয়ানমারের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।

মালয় মেইল–এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, আসিয়ানের ঐতিহ্যবাহী করমর্দনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর নেতারা আঞ্চলিক চ্যালেঞ্জ, কৌশলগত অগ্রাধিকার এবং ঐক্য জোরদারে করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়ে শুল্ক সমস্যা সমাধানে চলতি বছর আসিয়ান-মার্কিন শীর্ষ সম্মেলনের আহ্বান জানানো হয়েছে।

আনোয়ার বলেন,“বর্তমানে বিশ্বে ভূ-রাজনৈতিক শৃঙ্খলার একটি পরিবর্তন চলছে। সাম্প্রতিক মার্কিন একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলেছে। আমরা বহুপাক্ষিকতাবাদের ভাঙন প্রত্যক্ষ করছি, যেখানে সুরক্ষাবাদ (protectionism) আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”

আসিয়ানভুক্ত দেশগুলো ইতোমধ্যে ১০ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্কের প্রভাবে পড়েছে। তবে ট্রাম্প গত মাসে ৯০ দিনের জন্য শুল্ক কার্যকরের বিরতি ঘোষণা করেন, যার ফলে দেশগুলো দ্রুত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে বাধ্য হয়।

আনোয়ার আরও বলেন,“বৃহৎ শক্তিগুলোর স্বেচ্ছাচারী পদক্ষেপ থেকে উদ্ভূত ভূ-রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার সক্ষমতা আসিয়ানের আছে।

দক্ষিণ-পূর্ব এশিয়া বরাবরই অন্তর্ভুক্তিমূলকতা, আইনের শাসন এবং উন্মুক্ত বাণিজ্যের ওপর নির্ভর করেছে। কিন্তু সেই সমৃদ্ধি এখন হুমকির মুখে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসিয়ান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যথেষ্ট দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা ধারণ করে।”

প্রসঙ্গত, আসিয়ান হলো ১০টি সদস্য রাষ্ট্রের একটি আন্তঃসরকারি জোট, যার সদস্যরা হলো: ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

মালয়েশিয়া ২০২৫ সালের জন্য আসিয়ানের ঘূর্ণায়মান চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০বিস্তারিত পড়ুন

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতেরবিস্তারিত পড়ুন

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিকবিস্তারিত পড়ুন

  • চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জাপানের তিন গবেষক
  • গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থনে রাস্তায় ইসরায়েলিদের ঢল
  • পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
  • পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০
  • এনআরবি কানেক্ট ডে’তে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা
  • ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন
  • জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ : জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, চলমান থাকবে সংস্কারও
  • বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
  • নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, অন্তত ১০০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
  • ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি প্রকাশ
  • আগামি নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
  • রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর