মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে সাতক্ষীরাবাসীকে সতর্ক থাকার আহবান এমপি রবি’র

মহামারী প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে সাতক্ষীরাবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বলেন, ‘মাস্ক পরে থাকুন, জীবন বাঁচান। আপনার হাত পরিষ্কার রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজেকে এবং আপনার পরিবার ও চারপাশের মানুষদের সুরক্ষিত রাখুন এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগের দেওয়া পরামর্শ মেনে চলুন।’

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করে করোনা প্রতিরোধে বিদ্যমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সচেতনতার সাথে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে এমপি রবি আরো বলেন, ‘বাংলাদেশে ইতোমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে এবং দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক ভাবে বেড়েছে।’

করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে যথাযথ প্রস্তুতি ও বেঁচে থাকার ত্যাগিদে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রাদূর্ভাব বা সংক্রমণ থেকে বাঁচতে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া। কারণ সাবান পানি দিয়ে হাত ধোয়া হলে তা হাতে থাকা জীবাণুকে মেরে ফেলে। একই কারণে সাবান-পানি না থাকলে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড রাব বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’

কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে পরামর্শ :

জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। করোনার লক্ষণ সমূহ দেখা দিলে এবং অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন এবং দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে করোনার টেস্ট করান। সাবান এবং পানি বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাত দিয়ে আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না। কাশি বা হাঁচির সময় আপনার নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে কভার করুন। তাহলে সকলে সুরক্ষিত থাকবেন এবং ভাইরাস ও অন্যান্য সংক্রামকের সংক্রমণ প্রতিরোধ সম্ভব হবে। মাস্ক ব্যবহার করলে, তা মাস্ক পরা ব্যক্তির থেকে অন্যদের কাছে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে। শুধু মাস্ক ব্যবহার করলেই কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধ করা যাবে না এবং তার পাশাপাশি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধুতে হবে।’

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা মেনে মানুষের জীবন বাঁচাতে মানবিক দায়িত্ব পালনে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন এবং মেয়র, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিরলসভাবে কাজ করার জোর আহবান জানিয়েছেন এমপি রবি।

একই রকম সংবাদ সমূহ

তারুণ্যের উৎসব সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ (২য়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-কুখরালিতে স্বদেশ সংস্থার আয়োজনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধিঃ স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাসবিস্তারিত পড়ুন

আপনাদের ভোটে ইনশাআল্লাহ মানুষের অধিকার ফিরিয়ে আনব : ড. মনিরুজ্জামান

আব্দুর রহমান: সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. মনিরুজ্জামানেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
  • মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন
  • সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাড. আক্তারুজ্জামান আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত
  • গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল
  • গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত ও ন্যায্য রূপান্তরের জন্য তরুণদের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান
  • সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি
  • সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
  • সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে বাংলা এডিশনে যোগ দিলেন মুশফিকুর রহমান
  • সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতের সাতক্ষীরা জেলা সেক্রেটারি আজিজুর রহমান
  • সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক নাটিকা ও লোকসংগীত