কলারোয়ার দেয়াড়ায় আদালতের আদেশ অমান্য করে জমির ধান কাটলো দুর্বৃত্তরা
গত(২৭/০৮/২০২৪) তারিখে সাতক্ষীরা জেলা অতিরিক্ত- ম্যাজিষ্টেট আদালতের সংশিষ্ট সহকারী(ভূমি) নালিশী জমি দখল বিষয়ে উভয় পক্ষের শান্তিপূর্ন সহ-অবস্থান বজায় রাখার জন্য বিজ্ঞ আদালত কলারোয়ার দেয়াড়া মোজৗয় নালিশী জমির ১৪৫ ধারার আদেশ বারিত জারি করে ৬মাসের জন্য জারি, কিন্তু সেই আদেশ অমান্য করে একটি বিশেষ মহলের আদেশে ১ বিঘা জমির পাকা ধান কেটে নিয়েছে বলে অভিযোগা উঠেছে। গতকাল ( ১৫ই নভেম্বর) শুক্রবার ভোররাতে ভুমিদূসূখ্যাত আবাক্কার খানের নেতৃত্বে একদল ভাড়া সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক দরিদ্র কৃষক গোলাম রসুলের ১ বিঘা জমির ধান কেটে নেওয়া হয়।এছাড়া রসুলের পরিবারের বেধড়ক মারপিট করে।
ভুক্তভোগী রসুল জানান, উপজেলার ১০৬ দেয়াড়া মৌজার ২১টি খতিয়ানের এস এ রেকর্ড ও মুল দলিলের মালিকরে ৩৬টি দাগের ৩ একর ৬শতাংশ জমি মামলা নিয়ে বিরোধ চলছে। গত ২৭শে আগষ্ট২০২৪ সালের ওই সম্পত্তির দাবিদার গোলাম রসুল বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি ৪৫ ধারার মামলা করেন। একই দিন আদালত ওই সম্পত্তিতে কোনো প্র্রকার বিশৃংখলা, জোবর-দখলও স্থপনা নির্মাণ না করা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষেও মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কলারোয়া ভারপ্রাপ্ত পুলিশ অফিসার(ওসি)কে আদেশ প্রদান করে।থানার পুলিশ উভয় পক্ষেকে নোটিশেরে জানিয়ে দেন।তারপরেই আদেশ অমান্য করে পতিপক্ষ আবুবক্কার খান দিগাং তাঁর দলবল নিয়ে ওই জমির পাকা ধান কেটে নিয়েছে। এ বিষয়ে বিবাদী বলেন আবুবাক্কার খানের কাছে জানতে চাইলে তিনি বলেন এ জমির আমাদের।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ সামসুল আরফিন বলেন, ‘আদালতের ১৪৫ ধারার ু-উপর বারিত জারির আদেশ পেয়েছি। আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল।আবার একটি টিম পাটানো হবে। উল্ল্খ্যে ২৩/০৮/২০২৪ তারিখে বিবাদীগন জমির সবজি ক্ষেত পেঁপে ক্ষেত,হলুদ ক্ষেত কেটে দখলে নেওয়ার অভিযোগ আছে।এলাকা বাসী জানান, ৩০/১০/২০২৪ তারিখে একবার ধান কেটে নিয়েছে।তিনি একজন জাল জায়াতির জনক, তার বিরুদ্ধে সাতক্ষীরা জজ কোর্টে একাধিক জাল দলিলের মামলা আছে। সে কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত মনুখার ছেলে । এলাকাবাসী তার শাস্তির দাবী জানান । এ বিষয়ে থানা পুলিশ তাদের নিষেধ করলে ও তারা পুলিশের কথা অমান্য করে একের পর এক দখল জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)