কলারোয়ায় ৪৬টি মন্ডপে শারদীয়া দূর্গা পূজার প্রস্তুতিতে চলছে সাজ সাজ রব
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গোৎসবকে কেন্দ্র করে কলারোয়ায়
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা আগামী (১ অক্টোবর) শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির কাজের শেষ মুহুর্তে রং
তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
বিগত বছরের তুলনায় এ বছর কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত চলছে সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকোরেশনসহ অন্যান্য কাজ। উপজেলা পূজা উৎযাপন পরিষদের কর্মকর্তা সন্দীপ রায় জানান, এ বছর উপজেলার ১টি পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৬টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে কলারোয়া পৌর সভায় ৮ টি পূজা মন্ডপে, ১ নং জয়নগর ইউনিয়নে ৮ টি, ২নং জালালাবাদ ইউনিয়নে-৫ টি, ৩ নং কয়লা ইউ: ২টি, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে-২টি, ৫ নং কেঁড়াগাছি ইউ: ৩টি, ৬ নং সোনাবাড়িয়া-২টি, ৭
নং চন্দনপুর ইউ: ৩টি, ৮ নং কেরালকাত ইউ: ২টি, ৯ নং হেলাতালা ইউ: ২টি, ১০ নং কুশোডাঙ্গা ইউ: ২টি, ১১ নং দেয়াড়া ইউ: ৫টি ও ১২ নং যুগিখালী ইউনিয়নে ২টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
বিগত বছরের তুলনায় এ বছর জালালাবাদ দাশ পাড়া সার্বজনীন পূজা মন্ডপসহ ৩টি পূজা মন্ডপে নতুন
সাজে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে।
সরোজমিনে ও দাশ পাড়া পূজা কমিটির কর্মকর্তা উত্তম দাশ জানান, এ বছর নতুন সাজে জালালাবাদ ইউনিয়নের জালালাবাদ দাশ পাড়া সার্বজনীন পূজা মন্ডপে মৃৎ শিল্পী ঝাউডাঙ্গার দুলাল চন্দ্র ঘোষ প্রতীমা তৈরি কাজের শেষ মুহুর্তে প্রতিমাগুলোতে রংয়ের প্রলেপ
ও অঙ্গ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। শিল্পী দুলাল ঘোষ পার্শ্ব কারিগরদের সহযোগীতায় তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমাগুলো। মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন সকল প্রতিমা
শিল্পীরা।
উপজেলা ৪৬ টি মন্ডপের প্রতীমা শিল্পীরা ষষ্ঠীবোধনের জন্য দেবী দুর্গাকে ধর্মীয় রীতিনীতিতে পূজণীয় করে তুলতে কাজ চলছে দিন-রাত। মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। শেষ মূহুর্তে চলছে প্রতিটি মন্ডপের গেট তৈরী, প্রতিমার রং তুলি ও বিদ্যুতায়িত বিভিন্ন অলংকরণসহ সাজ সজ্জার কাজ।
সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উৎযাপন পরিষদসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস জানান, শারদীয় দূর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকবে পুলিশ। এছাড়া আনসার সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, ধর্ম যার যার’ উৎসব সবার’ এই আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলারোয়া
থানা প্রশাসন বদ্ধপরিকর। শারদীয়া দূর্গা পূজা উৎসবে আইন শৃংখলা রক্ষায় পূজা আয়োজক কমিটির কর্মকর্তা সহ সকলের সহযোগীতা কামনা করে শান্তিপূর্ন
পরিবেশে আনন্দ উপভোগ করার আশাবাদ ব্যক্ত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)