বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আত্মহুতি দেয়া বিউটির বাড়িতে এমপি মুস্তফা লুৎফুল্লাহ : মৃত্যুঞ্জয়ের শাস্তি দাবি

ফেসবুকে এডিট করা অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় তালা উপজেলার কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেধাবী মেয়ে বিউটি মন্ডল (১৬) ক্ষোভে, লজ্জায় বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহনন করে। এ ঘটনাটি প্রচার হবার পর থেকে গোটা উপজেলার সচেতন মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সর্বস্তরের মানুষ ঘটনার নেপথ্য নায়ক লম্পট মৃত্যুঞ্জয় রায়’র গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোচ্ছার হয়ে উঠেছে।
যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিউটির আত্মহুতি, সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত দু’দিন ধরে ঘটনার তীব্র ঘৃনা প্রকাশ করেছেন সচেতন নাগরিক বৃন্দ।
বিউটির প্রতি ভালবাসা প্রকাশসহ তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। এমনকি আর যেন এমন অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অন্যদের সচেতনতা সৃষ্টিতে পরামর্শ দেয়া হচ্ছে।

বিউটি মন্ডলের অনাকাঙ্খিত মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার (সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ দুর্গম কলাগাছি গ্রামে যান। সেখানে বিউটির পিতা-মাতার সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সাথে তিনি অপরাধিকে শাস্তির আওতায় আনতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এসময় খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু সহ এলাকার শত শত শোকার্ত মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

একদিকে বিউটির চিতার আগুন, অন্যদিকে সংসদ সদস্যকে পেয়ে এলাকার মানুষ সেসময় শোকে কাতর হয়ে পড়েন।

উল্লেখ্য, উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়’র ছেলে লম্পট মত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে একই গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী বিউটিকে উত্ত্যাক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে মেয়েটি রাজি না হওয়ায় ইন্টারনেট থেকে অন্য মেয়ের নগ্ন ছবি সংগ্রহ করে সেই ছবিটি এডিট করে তাতে বিউটি মন্ডলের মুখের ছবি জুড়ে দেয় মৃত্যুঞ্জয়। আর গত ১ সপ্তাহ আগে এডিট করা ছবিটি নীল নদী বিউটি নামের ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দেয় লম্পট মৃত্যুঞ্জয়।

এ বিষয়ে গত রোববার থানায় অভিযোগ দায়ের করে বিউটির পিতা নিতাই মন্ডল। কিন্তু পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন না করায় লজ্জায়, ক্ষোভে, অভিমানে বুধবার দুপুরে নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিউটি মন্ডল।
বিষয়টি জানার পরপরই লম্পট মৃত্যুঞ্জয়সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

আত্মহত্যার ঘটনায় বুধবার সন্ধ্যায় তালা থানায় মৃত্যুঞ্জয়’র বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা আইনে মামলা করে হতভাগ্য বিউটি মন্ডলের কাকা দিপঙ্কর মন্ডল।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, আত্মহত্যার ঘটনায় থানায় আত্মহত্যা প্ররোচনার দায়ের মৃত্যুঞ্জয় এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করতে জোর অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, বুধবার রাতে বিউটির মরদেহ উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা মর্গ থেকে ময়না তদন্ত সম্পন্ন করা হয়। একই দিন দুপুরে অভিমানী বিউটির শেষ কৃত্য সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণবিস্তারিত পড়ুন

তালায় ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩বিস্তারিত পড়ুন

তালায় উপকারভোগীদের উৎপাদিত পণ্যর প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় বে-সরকারী উন্নয়ন সংগঠন “ মুক্তি ফাউন্ডেশন” এরবিস্তারিত পড়ুন

  • তালায় স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন ইউএনও রাসেল
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের ফরম বিতরণ
  • তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ ক্যাম্পেইন এ দিনব্যাপী কর্মসূচী পালিত
  • তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ইজ্জত উল্লাহর মতবিনিময়
  • অধ্যাপক গোলাম আযমের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে : মুহাঃ ইজ্জত উল্লাহ
  • আগে সংসদ নির্বাচন তারপর স্থানীয় নির্বাচন দিতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব
  • দেশে শিক্ষকদের প্রথম এমপিওভুক্ত করেন শহীদ জিয়া : কলারোয়ায় সাবেক এমপি হাবিব
  • তালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরাকে বিএনপির ঘাটিতে পরিণত করতে চাই: হাবিবুল ইসলাম হাবিব
  • তালা প্রেসক্লাবের কমিটি গঠন : হাকিম সভাপতি, ফারুক সম্পাদক
  • চাঁদাবাজি মামলায় তালা উপজেলা সৈনিক লীগ নেতা আটক
  • তালার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলন