শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় একই স্থানে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপ কর্মী সম্মেলন ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ আদেশ জারি করেন। যা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয় ওই আদেশে।

জানা গেছে, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সমর্থিত একটি পক্ষ নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করে। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এ আয়োজন করা হয়। এ আয়োজন ঘিরে সেখানে সভা মঞ্চ করা হয়। সেই সাথে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এরই মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলামের সমর্থিত পক্ষ সেখানে কর্মী সম্মেলনের ডাক দেয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় এবং উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশে পাশে এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় হাদিপুর মোড় এলাকায় সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনের আয়োজন করে মহিউদ্দীন সিদ্দিকী সমার্থিত বিএনপি গ্রুপ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। সম্মেলনে মো. মাসুম বিল্লাহকে সভাপতি, প্রভাষক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, রাজিব হোসেন রাজুকে সাংগঠনিক করে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী জানান, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের আয়োজন করি। কিন্তু সেখানে আরও একটি কর্মসূচির ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই স্থান এড়িয়ে হাদিপুর এলাকায় ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করি।

এদিকে, উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম জানান, আমি বিশেষ কাজে বাহিরে ছিলাম। ১৪৪ ধারা জারির খবর দ্রুত এলাকায় ফিরে আসি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের নির্দেশ মেনে কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু অপর একটি গ্রুপ আইন অমান্য করে হাদিপুরে সমাবেশ করেছে।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকান্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোন বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান জানান, গাজীরহাট বাজার এলাকায় বিএনপি’র দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
তিনি আরো জানান, দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থি সম্মুন্নত রাখতে কাজ করে যাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ২০ লক্ষ টাকার ভারতীয় পন্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিসবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন
  • সাতক্ষীরায় সাংবাদিক আবু সাঈদকে হু*মকি, থানায় জিডি
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
  • সাতক্ষীরায় ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির
  • সাতক্ষীরার ইছামতি ও কালিন্দী নদীর ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র
  • সাতক্ষীরায় ট্রাকসহ প্রায় ৯ কোটি টাকার ভারতীয় পন্য আটক
  • সাতক্ষীরার সদরে বল্লী ইউনিয়নে সরকারি গাছ বিক্রির অভিযোগ
  • সাতক্ষীরার দেবহাটায় জোরপূর্বক বসতভিটা ও জমি দখল সাতক্ষীরা বিজ্ঞ অমলী আদালতে মামলা
  • সাতক্ষীরায় প্রায় ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির