শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামেক ছাত্রলীগের দু’গ্রুপের অপ্রীতিকর ঘটনা: আহত রায়হানের চিকিৎসার খোঁজ নিলেন দুই এমপি স্বপন ও সেঁজুতি

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত নবঘোষিত কমিটির সহ-সভাপতি এস এম রায়হান কবিরসহ অন্যান্যদের চিকিৎসার খোঁজ খবর নিলেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এমপি স্বপন ও সেঁজুতি এমপি উপস্থিত হয়ে চিকিৎসাধীন আহত সামেক ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি মো.দিদারুল ইসলাম, সামেক প্রফেসর ডা. মাহমুদুল হাসান পলাশ, সাতক্ষীরা মেডিকেল কলেজ নবঘোষিত কমিটির সহ-সভাপতি আহত প্রিন্স সাহা, সামেক ছাত্রলীগ নেতা আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমান।

এছাড়া সামেক হাসপাতালের শিক্ষার্থী ও ডা.আবু সাইদ, ডা.আজমল হোসেন, ডা. নাইম ইসলাম সজীব, ইমরান পারভেজ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সাংবাদিক এস এম হাবিবুল হাসান, পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা জুয়েল খানসহ সামেকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার দুপুরে সামেক কলেজ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে (সামেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবঘোষিত কমিটির মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এস এম রায়হান কবির, প্রিন্স সাহা, আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে এস এম রায়হান কবির ও প্রিন্স সাহা মারাত্মক আহত হয়েছে। তারা সামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে।

এদিকে, গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এই কমিটিতে বিতর্কিত আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।

গত সোমবার দুপুরে মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা।একপর্যায়ে সামেক ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রুপের নেতাকর্মীরা। এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের একদিন পর মঙ্গলবার (২ এপ্রিল) দূপুরে কলেজের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আবাসিক ছাত্র-ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল কলেজের তথ্য কর্মকর্তা ডা. নাসিরউদ্দীন গাজী জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২ টার মধ্যে কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দু’টো হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা

কলারোয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ