সোমবার, মে ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে রমজানে শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দিলো উদারতা যুব ফাউন্ডেশন

সাতক্ষীরার আশাশুনিতে শতাধিক মানুষের মাঝে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ করলো উদারতা যুব ফাউন্ডেশন।

পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ১১টায় আশাশু‌নি‌র মা‌ড়িয়ালা‌তে শতা‌ধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল একটি পরিবারের জন্য চাল ১০ কে‌জি, পেয়াজ ২‌ কে‌জি, আলু ৫ কে‌জি, ডাউল ২ কে‌জি।

সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।

কার্যক্রম পরিচালিত হয় সাংগঠনিক কর্মকর্তা আবু তাহেরের দিকনির্দেশনায়।

উদ্বোধনী বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। চলমান মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ কঠিন সময় পার করছে। বিশেষ করে রমজান মাসে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।”

আবু তা‌হের ব‌লেন, উদারতা যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সভাপ‌তি সমাপনী বক্ত‌ব্যে বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। শুধু রমজান মাস নয়, সারা বছরই দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

আয়োজকরা জানান- উদারতা যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল একটি পরিবারের জন্য চাল ১০ কে‌জি, পেয়াজ ২‌কে‌জি , আলু ৫ কে‌জি, ডাউল ২ কে‌জি যা রমজান মাসে তাদের কিছুটা স্বস্তি দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, দেলোয়ার, সোহেল, রুহান, হারান, আলামিন, ফুয়াদ, নুরআলম, আরিফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান।

সমগ্র কার্যক্রম পরিচালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান ও মইনুর ইসলাম।

রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

তাদের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির শ্রীউলায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রামে গ্রামে ধান শুকাতে ব্যস্ত নারীরা

মেহেদী হাসান শিমুল: এবছর ইরি ধানের ফলন ভালো হয়েছে আমরা অনেক খুশি।বিস্তারিত পড়ুন

আম সংগ্রহ শুরু, দেশের বাজারে মিলবে সাতক্ষীরার নানান জাতের আম

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম।বিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরা ৫ মে থেকেই বাজারে আসবে আম
  • সাতক্ষীরায় শিশু রাহি হত্যা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা
  • সাতক্ষীরায় আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ, নির্ধারিত সময়ের আগে আম ভাঙলে ব্যবস্থা
  • আশাশুনি ও দেবহাটায় বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে কন্যা সন্তান জন্মগ্রহণ করায় বিশ হাজার টাকায় বিক্রি!
  • আশাশুনিতে গণমাধ্যমকর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • আশাশুনিতে স্কুলের জমি জবর দখলে বাঁধা দেওয়ায় ইজারা গ্রহিতাকে মারপিট: আটক ১
  • আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • সাতক্ষীরার ৮ থানায় গ্রেপ্তার ১৪
  • আশাশুনিতে বানভাসী মানুষদের অর্থ দিলেন বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী
  • সাতক্ষীরার আশাশুনির বানভাসী মানুষের মাঝে বিএনপি’র ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ