আশাশুনিতে সরকারি জলমহলের খাল অবৈধ জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ
আশাশুনির কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া জালাইয়ার সরকারি জলমহল খাল অবৈধ জবরদখল করে নেটপাটা ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে কাদাকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন গং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে নেট পাটা দিয়ে জবরদখলসহ ঘর নির্মাণ করছে।
এ ব্যাপারে ইজারা প্রদানকারী বড়দল শিববাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মুকুন্দ চন্দ্র মন্ডল জানান, কাদাকাটি ইউনিয়নের ৮৮ নং মিত্র তেঁতুলিযা মৌজার ১নম্বর খাস খতিয়ানের ৪৬৪ দাগের ৭,০৭ একর জমি বাংলা ১৪২৯ সাল থেকে ১৪৩১ সাল পর্যন্ত আমি ইজারা গ্রহণ করি। প্রতিমধ্যে জাহাঙ্গীর গং খালটি জবরদখল করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গত ০৮/০৮/২০২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জলমহল কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুসকে ইজারা প্রদানকারীদের দখল বুঝে দেওয়ার নির্দেশ প্রদান করেন। সহকারি কমিশনার (ভূমি) গত ১৭আগস্ট বুধবার সকাল ১০টায় দুই পক্ষকে ভূমি অফিসের কার্যালয়ে আসার জন্য নোটিশ জারি করেন।
বুধবার সকালে জাহাঙ্গীর গং হাজির না হয়ে সময়ের আবেদন করে সুকৌশলে বৃহস্পতিবার সকালে তার বাহিনী নিয়ে খালে নেট পাটা দিয়ে ঘর নির্মাণ করে। কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির মহাসচিব মোল্যা রফিকুল ইসলাম জানান, জালাইয়ের খালটি এর আগে যারা ইজারা গ্রহণ করেছিল তাদের সঙ্গে জোক সাজসে সাড়ে তিন একর জমি জবর দখল করে নিয়েছে। শুনেছি এই বছরও সম্পূর্ণ জবরদখল করে নেট পাটা ও ঘর নির্মাণ করছে। সরকারি নির্দেশ অমান্য করে বেআইনিভাবে জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইজারা গ্রহণকারী মুকুন্দ চন্দ্র মন্ডল।
আরো খবর
আশাশুনিতে আহলে হাদীছ আন্দোলনের সভা
আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ আন্দোলনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। আন্দোরনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক হাবিবুলাহ বাহারের সভাপতিত্বে সভায় সহ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব কেরামত আলী, আলহাজ্ব মোজাম্মেল হক, আলহাজ্ব হাবিবুর রহমান, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুল কুদ্দুছ, লুৎফর রহমান নয়ন, নাজিম উদ্দিন, আব্দুস সামাদ, মিজানুর রহমান সেলিম, খন্দকার মোছাদ্দেকুজ্জামান, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রুস্তম আলী, আব্দুল হামিদ, মিজানুর রহমান, মোজাম্মেল হক, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আয় ব্যয়ের হিসাবসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরো খবর
আশাশুনির বড়দলে শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান
আশাশুনি উপজেলা বড়দলে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আথিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বড়দল মিশন হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলিত সংস্থা (ঋঅউঠ) এর পক্ষ হতে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিাসবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। রেভা ফাদার ফিলিপ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডমিন একাউন্টস আফিসার চন্দ্র শেখর মজুমদার, প্রকল্প ব্যবস্থাপক নিরাজ্ঞান বর্মন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লব চক্রবর্তী, ও স¤িপ্রতা।
সহকারী প্রকল্প পরিচালক এ এইচ ফারুকের সঞ্চালনায় ও সোশ্যাল মবিলাইজার বরুণ গাইনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে হেলথ মবিলাইজার রুহিনী সরকার, দলিত শিশু শিক্ষা স্কুল কমিটির সবাপতি জাকোব আাচারী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীকে ৩০০ টাকা করে, ৭ম শ্রেণির ছাত্রছাত্রীদের ৩৬০ করে ও ৮ম, ৯ম ও ১০ শ্রেণির ছাত্রছাত্রীদের ৪২০ টাকা করে মোট ৫৬ জনকে ২০ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়েছে
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)