রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারো মানুষ

অহিদুজ্জামান খোকা: সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কলারোয়া থেকে চান্দুড়িয়া এবং গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়ক দু’টি। এই রাস্তা দুটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উপজেলার সীমান্তবর্তী ওই দু’টি সড়কের ছাল-চামড়া উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যেখানে সেখানে পিচ, পাথর, ইট-খোয়া উঠে গর্ত হয়ে গেছে। ফলে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির দীর্ঘশ্বা:স ফেলছেন পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং ওই রাস্তার ‘খ’ গুলো উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে। রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। ভারি যানবাহন চলাচল করলেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

এই রাস্তা দিয়ে সীমান্তবর্তী কেঁড়াাগাছি, সোনাবাড়িয়া, সাতক্ষীরা সদরের বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজনসহ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিয়মিত যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো পর্যন্ত সংষ্কারের কোন ব্যবস্থা হয়নি- এমনটি অভিযোগ এলাকাবাসীর।

একই চিত্র কলারোয়া থেকে চান্দুড়িয়ার ১৭ কিমির রাস্তাটিরও। তবে ওই রাস্তার দমদম থেকে চন্দনপুর কলেজ মোড় হয়ে গয়ড়া বাজার পর্যন্ত সংষ্কার শুরু হলেও রহস্যজনক কারণে তা বন্ধ আছে। প্রায় সবখানে রাস্তার দু’ধারে খুড়ে যতসামান্য বালি-খোয়া দিয়ে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। এছাড়া অনেক স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মরার উপর খাড়ার ঘা হয়েছে ভুক্তভোগি জনসাধারণের।

অপরদিকে, গতবছর সংষ্কার করা হাসপাতাল রোডের নতুন রাস্তার কয়েক স্থানে পিচ-পাথার-খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। একই দৃশ্য রামকৃষ্ণপুর থেকে বিক্রমপুর রাস্তাটিও। এক বছর যেতে না যেতেই ওই রাস্তার অনেক স্থান দেবে গিয়ে নিচু হয়ে গিয়েছে। পিচ-খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। আর লোহাকুড়ার কানিপাড়া মোড় থেকে দমদম পর্যন্ত রাস্তার অবস্থাও নাজুক।

সবমিলিয়ে চরম ভোগান্তি আর কষ্টে আছেন ওই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করা সাধারণ জনগণ।

কয়েকজন শিক্ষার্থী জানান, ‘তাদের স্কুল-কলেজে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। মাঝে মধ্যে ইজিবাইক, মহেন্দ্র গর্তে পড়ে উল্টে যাচ্ছে।’

কয়েকজন কৃষক জানান, ‘পাশের মাঠের সব ফসল এই রাস্তা দিয়ে বাড়ি নিতে হয়। এই রাস্তা দিয়েই কৃষি পণ্য বাজারজাত করা হয়। আমাদের এ কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই।’

ভুক্তভোগিসহ সচেতন মহল বলছেন, ‘ভোগান্তি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। সাধারণ জনগণ রাস্তাঘাটের উন্নয়ন দেখতে চায়। এই রাস্তাগুলো দ্রæত সংস্কার করে চলাচলের উপযোগী করা সময়ের দাবি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা

শনিবার বিকাল তিনটায় কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার আয়োজনে,ও মাদ্রাসার হলরুমে ড. খানবিস্তারিত পড়ুন

কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা

কামরুল হাসান : কলারোয়া পৌর সভার মির্জাপুর ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • কলারোয়া সরকারি কলেজে নবাগত ও বিদায়ী প্রভাষকদের সম্মাননা
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন
  • কলারোয়ার সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই।। দাফন সম্পন্ন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আলাউদ্দীনের ইন্তেকাল।। দাফন সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ
  • অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে : সাবেক এমপি হাবিব
  • কলারোয়াতে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বাড়াতে কমিউনিটি মিটিং