রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহবধূকে নির্যাতন করে গভীর রাতে বাপের বাড়ি ফেলে গেল স্বামী

যৌতুকের টাকা না পেয়ে শশুর বাড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সাতক্ষীরার গৃহবধূ রাবেয়া খাতুন। তাকে মারপিট করে অচেতন অবস্থায় বাবার বাড়িতে গভীর রাতে ফেলে এসেছে স্বামী নুরুজ্জামান। গুরুতর জখম রাবেয়া এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রাবেয়া খাতুন সাতক্ষীরার দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ট্রলি চালক নুরুজ্জামানের স্ত্রী ও সদর উপজেলার বৈচনা গ্রামের মহসিন আলি মেয়ে। আট বছর আগে নুরুজ্জামানের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে একটি শিশু সন্তান।

রাবেয়ার ভাই মো. সালাহউদ্দিন বলেন, বিয়ের পর থেকে কারণে অকারণে তার বোনকে মারধর করে স্বামী নুরুজ্জামান। সে তার কাছে প্রায়ই যৌতুকের টাকা চায়। তিনি বলেন দরিদ্র মানুষ যা পারি তাই দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তিনি বলেন চাহিদামতো যৌতুকের টাকা না পেয়ে নুরুজ্জামান রাবেয়ার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। বেশ কিছুদিন ধরে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে নুরুজ্জামান।

সালাহউদ্দিন বলেন, রোববার একই বিষয়ে স্বামী নুরুজ্জামান, শশুর আবদুর রহিম ও শাশুড়ি আনজুমান আরা তাকে মারপিট করে। তার হাত পা ও দেহের বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম করে। মার খেয়ে রাবেয়া যখন চেতনা হারিয়ে ফেলে তখন তাকে শ্রীরামপুর থেকে নুরুজ্জামান ও তার সহযোগীরা রাবেয়ার বাবার বাড়ি বৈচনা গ্রামে ফেলে রেখে চলে যায়। হুমকি দিয়ে যায় যৌতুক দিতে না পারলে তোদের বোনকে পাঠাবি না। তারা এ নিয়ে কোনা মামলা করলেও ভালো হবেনা বলে হুমকি দেয়। সালাহউদ্দিন জানান রাতে গ্রাম্য ডাক্তার দিয়ে তার চিকিৎসা করানো হয়। সোমবার সন্ধ্যায় তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার আমরা থানায় মামলা করবো।

মারপিটের ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাবেয়ার চাচা শশুর শহিদুল ইসলাম বলেন যৌতুকের জন্য নয়, আমার বৌমা কালিগঞ্জে এক মৃতব্যক্তির বাড়িতে যেয়ে কিছু টাকা কাউকে না বলে নিয়ে এসেছিল। পরে ওই বাড়ির লোকজন এসে সেই টাকা তার কাছ থেকে উদ্ধারও করে। এই চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বামী নুরুজ্জামান ও তার পরিবারের লোকজন রাবেয়াকে অস্বাভাবিকভাবে মারধর করেছে। এই ধরনের নির্যাতন করাটাই চরম অন্যায় কাজ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে রাবেয়ার ভাই মো: সালাউদ্দিন দাবি করেন, টাকা চুরির ঘটনা নয়, এটা নাটক মাত্র। তার কাছে যৌতুক আদায়ের জন্যই এই নির্যাতন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : কালিগঞ্জে মন্ত্রিপরিষদ সচিব

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): মন্ত্রিপরিষদ সচিব ড.মো.আব্দুর রশিদ বলেছেন, ‘সম্মিলিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আল কোরআন অ্যাকাডেমির পিঠা উৎসবের সমাপনী

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আনন্দঘণ পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় আল কোরআন অ্যাকাডেমিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অপচিকিৎসার শিকার যুবতীর পাশে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামে ধর্ষণের শিকার ৬ বছরেরবিস্তারিত পড়ুন

  • হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন আর নেই!
  • ফেসবুকে শেয়ার হওয়া অগ্নিকাণ্ডের ভিডিওটি কলারোয়ার নয়!
  • সাতক্ষীরায় মানবাধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমএসএফ’র প্রশিক্ষণ
  • দেবহাটায় একই স্থানে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ক্লাস নিলেন জার্মান প্রবাসী শিক্ষা গবেষক ড. আবুল আমানউল্যাহ
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে পিঠা উৎসব
  • সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • সাতক্ষীরায় তারুণ্যের মেলা ও চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত
  • ভোমরায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা
  • কলারোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা চলন্ত ট্রাকের, হেলপার নিহ*ত
  • কালিগঞ্জে দুই সন্তানকে হ*ত্যার পর মায়ের আ*ত্মহ*ত্যার চেষ্টা
  • দেবহাটার উদায়ন প্রি-ক্যাডেটে পিঠা উৎসব