বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় একই স্থানে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপ কর্মী সম্মেলন ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ আদেশ জারি করেন। যা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয় ওই আদেশে।

জানা গেছে, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সমর্থিত একটি পক্ষ নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করে। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এ আয়োজন করা হয়। এ আয়োজন ঘিরে সেখানে সভা মঞ্চ করা হয়। সেই সাথে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এরই মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলামের সমর্থিত পক্ষ সেখানে কর্মী সম্মেলনের ডাক দেয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় এবং উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশে পাশে এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় হাদিপুর মোড় এলাকায় সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনের আয়োজন করে মহিউদ্দীন সিদ্দিকী সমার্থিত বিএনপি গ্রুপ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। সম্মেলনে মো. মাসুম বিল্লাহকে সভাপতি, প্রভাষক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, রাজিব হোসেন রাজুকে সাংগঠনিক করে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী জানান, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের আয়োজন করি। কিন্তু সেখানে আরও একটি কর্মসূচির ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই স্থান এড়িয়ে হাদিপুর এলাকায় ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করি।

এদিকে, উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম জানান, আমি বিশেষ কাজে বাহিরে ছিলাম। ১৪৪ ধারা জারির খবর দ্রুত এলাকায় ফিরে আসি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের নির্দেশ মেনে কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু অপর একটি গ্রুপ আইন অমান্য করে হাদিপুরে সমাবেশ করেছে।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকান্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোন বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান জানান, গাজীরহাট বাজার এলাকায় বিএনপি’র দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
তিনি আরো জানান, দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থি সম্মুন্নত রাখতে কাজ করে যাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্কুল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির র‍্যালি

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • জাতীয় মৎস্য সপ্তাহ: সাতক্ষীরায় মৎস্য পোনা অবমুক্তকরণ, র‍্যালি, সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা উলামা বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সিয়াম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রফিকুল আ/ট/ক
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে কৃষক দলের ভুয়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন
  • সাতক্ষীরার শাল্যে সাঈদীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন
  • সাতক্ষীরায় ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প
  • সাতক্ষীরায় ছাত্র শিবিরের কর্মশালা