শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল বাসীর দুঃখ দুর্দশায় সবসময় পাশে দাঁড়িয়েছেন এমপি মাশরাফি

খ্যাতি কখনো তাঁকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরাতে পারেনি। জনসাধারণের উপকার তিনি আড়াল থেকে করতেই পছন্দ করেন।

প্রচারণার থেকে তিনি কর্মকে বেশি প্রাধান্য দেন।

এমন মুখবন্ধ তার পছন্দের না হলেও একথা এড়িয়ে যাওয়া কিছুটা কঠিন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য হওয়ার আগেও তিনি নড়াইলের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন।

এটা তার রেকর্ড বলে দেয়।

ক্রিকেটে যেমন ছিলেন সফল অধিনায়ক, রাজনীতিতেও তিনি জয়ী, যদিও এখানে পথগুলো সিধা না।

তবে একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

নড়াইল-২ এর সংসদ হওয়ার পর থেকে তিনি নড়াইলের স্বাস্থ্য খাতে নজর দেন।

একইসাথে বন্যা কবলিত মানুষের জন্য তিনি এগিয়ে আসেন।

তার উপস্থিতিতে মাদক, সন্ত্রাস এর হার অনেকটা কমেছে।

নড়াইলে ক্রীড়ার প্রসারে তিনি অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন।

করোনাকালসহ বিভিন্ন সময়ে তিনি নিজ অর্থায়নে মানুষকে সহযোগিতা করে চলেছেন।

মাশরাফীর সকল রাজনৈতিক বা উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পত্রিকার search অপশনে গিয়ে মাশরাফী লিখে সার্চ করুন।

গত নির্বাচনের প্রাক্কালে নড়াইল ২ আসনের বেশিরভাগ সড়কগুলোর ছিল বেহাল অবস্থা।

সূত্রে জানা যায়, সদর ও লোহাগাড়ার এ সকল সড়ক ছিল চলাচলের অনুপোযোগী ।

বাইক ছাড়া যাওয়া সম্ভব নয় এমন রাস্তাই ছিল সবচেয়ে বেশি।

নড়াইল-২ এর এমপি হবার পর তিনি মাশরাফী বেশকিছু সড়কের কাজ শেষ করেছেন। প্রত্যন্ত অঞ্চলের সড়কের মানও উন্নত হয়েছে।

ইতোমধ্যে নড়াইল জেলার সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ২টি রাস্তা মেরামতের ব্যবস্থা নিয়েছেন এমপি মাশরাফী।

একইসাথে তার আসনের ১০টি সড়কের কাজ শুরু করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

সূত্রে জানা যায়, এমপি মাশরাফীর প্রচেষ্টায় ২০২০-২০২১ অর্থবছরে “গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ এর আওতায় নড়াইল জেলায় এই সময়ান্তর স্কীমের অনুমোদন হয়েছে।

অনুমোদিত সড়ক রক্ষণাবেক্ষণ স্কীমের তালিকা নিম্নরূপঃ
১. নড়াইল সদরের চৌগাছা আরএইচডি হতে হোগলাডাঙ্গা সড়ক, রক্ষণাবেক্ষণ ব্যয় ৬,৫২৬,২২১.০০ টাকা।

২. লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার হতে কুমড়ি হাট সড়ক, রক্ষণাবেক্ষণ ব্যয় ৫,৯০১,৭০০.০০ টাকা।

৩. নড়াইল সদরের মাথাভাঙ্গা হতে নন্দখোল সড়ক,রক্ষণাবেক্ষণ খরচ ৪,৮৭১,৬৪৩.০০ টাকা।

৪.লোহাগড়ার মানিকগঞ্জ বাজার হতে লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ রাস্তা, রক্ষণাবেক্ষণ খরচ ৩,৮২৩,৭৪১.০০ টাকা।

৫. নড়াইল সদরের শেখহাটি জিসি (ফকিরবাড়ি মোড়) হতে বসুন্দিয়া জিসি সড়ক, পুনর্বাসন ব্যয় ২,১৫৯,২৬৭.০০ টাকা।

৬. নড়াইল সদরের শেখহাটি ইউনিয়ন পরিষদের অফিস হতে নগর সড়ক, পুনর্বাসন ব্যয় ১২,৩৫,৩১৫.০০ টাকা।

৭. নড়াইল সদর উপজেলার মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোল্লাপাড়া হয়ে দৌলতপুর প্রগতি যুব সংঘ সড়ক, পুনর্বাসন ব্যয় ১,২৭০,৪৩১.০০ টাকা।

৮. লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদ হয়ে বাতাসি বাজার হতে গোপালপুর বাজার (লোহাগড়া অংশের) সড়ক,পুনর্বাসন ব্যয় ২,৯৬১,৪২৯.০০ টাকা।

৯.লোহাগড়া উপজেলার সত্রহাজারি বাজার হতে ব্রাক্ষ্মণডাঙ্গা বাজার সড়ক, পুনর্বাসন ব্যয় ৪,২৪৭,১০২.০০ টাকা।

১০. লোহাগড়া উপজেলার লাহুড়িয়া হিন্দুপাড়া রওশন শিকদার বাড়ি হতে ইদ্রিস জমাদ্দার ইটের ভাটা সড়ক, পুনর্বাসন ব্যয় ৩,৮৩২,৪২৪.০০ টাকা।

জনসাধারণের কল্যাণে এবং সমৃদ্ধ নড়াইল গড়ার স্বপ্নে সর্বদা মাঠেই রয়েছেন অলরাউন্ডার মাশরাফী।

জেলার কাঙ্খিত উন্নয়ন সাধনে তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখেন।

একই রকম সংবাদ সমূহ

গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘গায়ের জোরে দেশবিস্তারিত পড়ুন

নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে : বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নিম্নকক্ষ হবে আসনবিস্তারিত পড়ুন

ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ : শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ দায়ীদের কঠোরবিস্তারিত পড়ুন

  • ইসলামী দলগুলোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
  • স্বচ্ছতা ও জবাবদিহিতায় সাত হাজারের বেশি নেতা-কর্মী বহিষ্কার
  • গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চান তারেক রহমান
  • পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লা গেছে : ইশরাক
  • শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন- মাহমুদুর রহমানের
  • জামায়াতের পর এবার খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
  • পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • ১৯ বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর
  • ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ : রিজভী
  • সংবিধান সংশোধন-সংস্কার টেকসই করতে প্রয়োজন গণপরিষদ নির্বাচন: এনসিপি