বুধবার, নভেম্বর ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

ফকিরহাটে ৩০ জন ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৩০পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২৩ জানুয়ারী সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহহীনদের ঘর দেয়া অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ৩০ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। ফকিরহাট সহকারি কমিশনার (ভুমি) রহিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সূধীজন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ফকিরহাটে আন্ত: ইউনিয়ন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাস

ফকিরহাটে মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন হয়েছে। ২৩ জানুয়ারী শনিবার দুপুর একটায় উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাংঙ্গনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। উপজেলা ক্রীড়া সংস্থার সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান।
উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে অায়োজিত নকআউট পদ্ধতিতে উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ ও মানসা- বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান বলেন মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে ফকিরহাটে আজ উদ্বোধিত এই টুর্নামেন্ট ধারাবাহিকতা ধরে রেখে প্রতি বছরই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই।
উদ্বোধনী খেলায় সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু ও মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির উপস্থিত ছিলেন।

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় আহত-২

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। শনিবার ২৩ জানুয়ারি উপজেলার পিলজংগ ইউনিয়নের কলমের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, ওই এলাকার মৃত শেখ ইনতাজ আলীর ছেলে ও রাইংদিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন (৪৩) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩৫)।ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে আহত আলমগীর হোসেনের আপন ভাই শেখ ফারুক আহম্মেদ ও তার সহধর্মিণী সুমি খাতুন আচমকা দেশিয় অস্ত্র নিয়ে তাদের অপর হামলা করে। এরপর সুমি আহত শারমিন আক্তারকে জোর করে জাপটে ধরে। এসময় তার স্বামী ফারুক দা’দিয়ে মাথায় কোপ দিতে যায়। কিন্তু কোপটি মাথায় না লেগে বাম পাশের ঘারে ও কাপালে লাগে। এরপর আলমগীর হোসেনের পরিবারকে ঘরে আটকে রাখে। পরে পরিবারটি ৯৯৯ নাম্বারে সাহায্যে চাইলে ফকিরহাট থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ভর্তি করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১বিস্তারিত পড়ুন

দেশে জলবায়ু খাতে দুই হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে: টিআইবি

জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের (বিসিসিটি) অর্ধেকেরও বেশি বরাদ্দে দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেবিস্তারিত পড়ুন

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্তবিস্তারিত পড়ুন

  • তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
  • প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে
  • বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম
  • এবার সঠিক সময়েই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা
  • বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের
  • ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’
  • জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী
  • প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি
  • ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
  • সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে: ধর্ম উপদেষ্টা
  • বন্ধ হচ্ছে অননুমোদিত মোবাইল ফোন
  • ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী