মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি জামায়াতকে উচিত শিক্ষা দেয়া হবে-সাতক্ষীরায় আলহাজ্ব নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নি সংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে শহরের নিউ মার্কেট চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বক্তব্য রাখার কথা থাকলেও তিনি সংসদ অধিবেশন থাকায় ঢাকায় অবস্থান করছেন।

এজন্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ঢাকাতে ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিনা উস্কানিতে হামলা করেছে। জামায়াত বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।
সাতক্ষীরায় কাউকে আগুন সন্ত্রাস করতে দেয়া হবে না। বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। শান্ত সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করলে, হরতালের নামে আগুন সন্ত্রাস ও ভাংচুর করলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুলিশ হত্যা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগকারীদের প্রতিহত করাসহ বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের উচিত শিক্ষা দেয়া হবে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহবান জানান।”
জেলা মহিলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমত আরা, তহমিনা রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, সদস্য তৈয়েরা রওনক, ঝর্ণা, নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা পারভীন রিক্তা, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার সীমা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তুহিন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম রনি, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চাই: মির্জা ফখরুল

এখনই নির্বাচন নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান বলে মন্তব্য করেছেন বিএনপিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!

মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা। অর্থনৈতিক অসচ্ছলতা ও দারিদ্রতার কারণে মেয়েরবিস্তারিত পড়ুন

মেধাবী, সৎ, ভালো ও আদর্শবানদের দলের সামনে নিয়ে আসতে হবে: তারেক রহমান

সদস্য পদ নবায়নে মেধাবী ও ভালো মানুষের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপিরবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহ*ত, আহ*ত ৩
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার
  • ধুলিহরে শীতার্তদের মাঝে তাকদীর আহসান রুবেলের কম্বল বিতরন
  • সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ
  • ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  • বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান
  • জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি
  • পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক
  • সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি পেলো বিজিবি
  • মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সেই ১৯৩ জনের ফল স্থগিত
  • ফের রিমান্ডে সালমান আনিসুল ইনু মেনন মামুন