সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে অনুসন্ধান চালিয়েছে এফবিআই : সিএনবিসি

বুধবার সকালে এফবিআই এজেন্টরা তিন ঘন্টারও বেশি সময় ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সৈকত বাড়ি ডেলাওয়্যারে অনুসন্ধান চালান।

কিন্তু কোনো শ্রেণীবদ্ধ নথি তাঁরা খুঁজে পাননি। এমনটাই জানিয়েছেন বাইডেনের ব্যক্তিগত আইনজীবী। বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেছেন, ”এজেন্টরা কিছু উপকরণ এবং হাতে লেখা নোটগুলি আরও পর্যালোচনার জন্য নিয়ে গেছেন যা বাইডেনের ভাইস প্রেসিডেন্ট পদে থাকাকালীন সেই সময়ের সাথে সম্পর্কিত বলে মনে হয়।”

এনবিসি নিউজের সাথে কথা বলার সময় একজন সিনিয়র আইনজীবী এফবিআই-এর অনুসন্ধানের ফলাফল সম্পর্কে বাউয়ারের বক্তব্যকে সমর্থন করেছেন। এএফপি-র রিপোর্টে তাঁর আইনজীবীকে উদ্ধৃত করে জানানো হয়, এই তল্লাশি পুরোপুরি প্রেসিডেন্টের সহযোগিতাতেই হয়েছে। এজেন্টদের কাছে অনুসন্ধানের জন্য কোনো ওয়ারেন্ট ছিলো না, তা সত্ত্বেও তারা সকাল সাড়ে আটটা থেকে তল্লাশি শুরু করে এবং দুপুরে শেষ হয়।ওয়াশিংটনের বিচারবিভাগ বাইডেনের একটি ব্যক্তিগত অফিসে শ্রেণীবদ্ধ নথির আবিষ্কারের তদন্ত করছে।

গত ২ ডিসেম্বর পেন বাইডেন সেন্টারের একটি দফতর বন্ধ করতে গিয়ে বেশ কিছু গোপনীয় নথির খোঁজ পান মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা। এর পর তাঁর উইলমিংটনের বাড়ি থেকেও এমন কিছু নথি উদ্ধার হয় বলে খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপর হয় এফবিআই। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার পূর্বে বলেছিলেন যে রাষ্ট্রপতির আইনজীবীরা ১১ জানুয়ারী রেহোবোথের বাড়ি এবং উইলমিংটনের বাসভবনে অনুসন্ধান করেছিলেন।

বাউয়ারের মতে, সেই অ্যাটর্নিরা উইলমিংটনে শ্রেণীবদ্ধ রেকর্ড খুঁজে পেয়েছেন, কিন্তু রেহোবোতে কিছু পাননি।বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস বাইডেনের স্থানে মোট কতটি শ্রেণীবদ্ধ নথি পাওয়া গেছে তা বলতে পারেননি।বাউয়ারের কথায়, ‘আমরা ভবিষ্যতেও বিচারবিভাগের কাজের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করব।’ কিন্তু বুধবারের তল্লাশিতে আদৌ কোনও নতুন কিছু জানা গেল কিনা, সে ব্যাপারে মুখে কুলুপ এফবিআইয়ের। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড গত মাসে বাইডেনের নথিগুলির তদন্তের তদারকি করার জন্য একটি বিশেষ পরামর্শদাতাকে নিয়োগ করেছিলেন।

গারল্যান্ড গত বছর ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো ক্লাবে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে শ্রেণীবদ্ধ রেকর্ড এবং অন্যান্য সরকারী নথি আবিষ্কারের তদন্তের জন্য আরেকটি বিশেষ পরামর্শদাতা নিযুক্ত করেছেন। এফবিআই এজেন্টরা ৯ আগস্ট মার-এ-লাগোতে অভিযানের সময় সেই নথিগুলি খুঁজে পায়৷ সেই তল্লাশিতে এজেন্টরা ওয়ারেন্ট পেয়েছিলেন।

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের আইনজীবীরা দুই সপ্তাহ আগে ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলেন যে তারা ১৬ জানুয়ারি কারমেলে তাঁর বাড়িতে “অল্প সংখ্যক” শ্রেণীবদ্ধ নথি খুঁজে পেয়েছেন। সূত্র : সিএনবিসি

একই রকম সংবাদ সমূহ

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০বিস্তারিত পড়ুন

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতেরবিস্তারিত পড়ুন

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিকবিস্তারিত পড়ুন

  • চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জাপানের তিন গবেষক
  • গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থনে রাস্তায় ইসরায়েলিদের ঢল
  • পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
  • পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০
  • এনআরবি কানেক্ট ডে’তে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা
  • ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন
  • জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ : জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, চলমান থাকবে সংস্কারও
  • বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
  • নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, অন্তত ১০০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
  • ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি প্রকাশ
  • আগামি নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
  • রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর