সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেলওয়ের মহাপরিচালক বেনাপোল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। শনিবার (২১ জুন) বেলা পৌনে ৩টার সময় তিনি রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বেনাপোল রেলস্টেশনে পৌঁছায়।

মহাপরিচালকের এ স্টেশন পরিদর্শন কালে তিনি স্টেশনের সার্বিক অবস্থা, যাত্রী সেবার মান এবং স্টেশন ও ওয়ার্কশপের কার্যক্রম খতিয়ে দেখেন। যাত্রীদের সুবিধার্থে টিকেট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থাপনার অবস্থা পর্যবেক্ষন করেন। তিনি স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং যাত্রী সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তবে, বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকরা তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে তিনি তাদের এড়িয়ে যান এবং অজ্ঞাতকারণে কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।

স্থানীয়রা বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেল স্টেশন যা ভারতের সাথে রেল যোগাযোগের প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত। তাঁরা বলেন, জনগুরুত্বপূর্ণ এ স্টেশনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, তাঁরা মহাপরিচালকের কাছে স্টেশনের উন্নয়ন পরিকল্পনা, যাত্রী সেবার মান, বেনাপোল রেলওয়ের জন্য নতুন অধিগ্রহণভুক্ত জমির পরিমাণ, স্থান ও আর্থিক বরাদ্ধ, নতুন রেল লাইন সংযোগ ও দূরত্ব, ভারত-বাংলাদেশ মৈত্রী ও বাণিজ্যিক রেল চলাচল এবং সীমান্ত এলাকায় রেল যোগাযোগের বিষয়ে জানতে চেয়েছিলেন।

কিন্তু মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ না দিয়ে নিজের দলবল নিয়ে স্টেশন এলাকা ঘুরে চলে যান।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, মহাপরিচালক স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কোনও প্রেস ব্রিফিং না করেই স্থান ত্যাগ করেন। এতে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। “একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ খুবই দুঃখজনক।

গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে তাঁর এ ধরনের অসহযোগিতামূলক আচরণ কাম্য নয়।”

মহাপরিচালকের বেনাপোল স্টেশন পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, রেলওয়ের একান্ত সচিব, প্রধান প্রকৌশলী (পশ্চিম), ডিজিএম (ঢাকা), ডিজিএম (পার্সনাল), সিওপিএস (পশ্চিম), সিসিএস (পশ্চিম) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিম ও ছাত্রদল নেতা সবুজ হোসেন খাঁন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : শার্শায় ১৫পিচ ইয়াবাসহ আব্দুর রহমান বাপ্পি নামে এলাকার চিহ্নিতবিস্তারিত পড়ুন

ভারত থেকে ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি : ভারতের জয়ন্তীপুর এলাকা থেকে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে যশোরেরবিস্তারিত পড়ুন

লকডাউনে স্বাভাবিক বেনাপোল বন্দর, সচল রাখতে শ্রমিকদের বিক্ষোভ

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানিবিস্তারিত পড়ুন

  • নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরলো ৪ সন্তানের জননী
  • যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে একজন নিহ*ত
  • শার্শায় মহিলা দলের উঠান বৈঠকে হাজারো নেতা-কর্মীর ঢল
  • বেনাপোলে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হাডুডু খেলায় চ্যাম্পিয়ন ছোট আঁচড়া একাদশ
  • বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন
  • বেনাপোল স্থলবন্দরের দুই আনসান কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত
  • শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে এসপিকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি
  • বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামিমা আক্তারকে আটক দেখালো দুদক
  • বেনাপোলে বিজিবি সদস্যের হাতে বাসচালক লাঞ্ছিত, ক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ
  • বেনাপোলে কিশোরকে অপহরণের পর নির্যাতন, চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি
  • শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
  • দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে